পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ খ্ৰীষীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ, ১৮৮৩, ২৭শে ডিসেম্বর স্ত্রীরামকৃষ্ণ-বৈষ্ণব শাক্ত সকলেরই পেছিবার স্থান এক ; তবে । পথ আলাদা। ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দ করে না। । গোস্বামী (সহস্তে )—হরপাৰ্ব্বতী আমাদের বাপ মা । স্ত্রীরামকৃষ্ণ (সহস্তে )—Thank you ; বাপ মা । গোস্বামী—তা ছাড়া কারুকে নিন্দ করা, বিশেষতঃ বৈষ্ণবের নিন্দা করায় অপরাধ হয়। বৈষ্ণবাপরাধ। সব অপরাধের মাফ আছে, বৈষ্ণবাপরাধের মাফ নাই । - শ্রীরামকৃষ্ণ—অপরাধ সকলের হয় না। ঈশ্বরকোটির অপরাধ হয় না । যেমন চৈতন্যদেবের ন্যায় অবতারের । “ছেলে যদি বাপকে ধ’রে আলের উপর দিয়ে চলে, তা হলে বরং খানায় পড়তে পারে। কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে, সে ছেলে কখনও পড়ে না । “শোনে, আমি মার কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম। মাকে বলেছিলাম, এই লও তোমার ধৰ্ম্ম, এই লও তোমার অধৰ্ম্ম ; আমায় শুদ্ধা ভক্তি দাও । এই লও তোমার শুচি, এই লও তোমার অশুচি ; আমায় শুদ্ধা ভক্তি দাও । মা এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য ;‘আমায় শুদ্ধা ভক্তি দাও।” গোস্বামী—আজ্ঞে হা । • শ্রীরামকৃষ্ণ—সব মতকে নমস্কার করবে, তবে একটি আছে নিষ্ঠা ভক্তি। সবাইকে প্রণাম করবে বটে, কিন্তু একটির উপরে প্রাণ ঢালা ভালবাসার নাম নিষ্ঠ । “রাম রূপ বই আর কোনও রূপ হনুমানের ভাল লাগতো না । “গোপীদের এত নিষ্ঠ যে, তারা দ্বারকার পাগড়িবাধা শ্ৰীকৃষ্ণকে দেখতে চাইলে না । - -