পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তসঙ্গে সঙ্কীর্তনানন্দে অনেক ভক্তেরা আসিয়াছেন। শ্ৰীযুক্ত বিজয় গোস্বামী, মহিমাচরণ, । নারায়ণ, অধর, মাষ্টার, ছোট গোপাল ইত্যাদি। রাখাল, বলরাম তখন । শ্ৰীবৃন্দাবনধামে আছেন। - বেলা ৩৪টা বাজিয়াছে। ঠাকুর স্ত্রীরামকৃষ্ণ বারান্দায় কীৰ্ত্তন শুনিতেছেন । কাছে নারাণ আসিয়া বসিলেন । অন্যান্য ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন। এমন সময় অধর আসিয়া উপস্থিত হইলেন। অধরকে দেখিয়া ঠাকুর যেন শশব্যস্ত হইলেন । অধর প্রণাম করিয়া আসন গ্রহণ করিলে ঠাকুর তাহাকে আরও কাছে বসিতে ইঙ্গিত করিলেন। কীৰ্ত্তনীয়া কীৰ্ত্তন সমাপ্ত করিলেন । আসর ভঙ্গ হইল। উদ্যানমধ্যে ভক্তেরা এদিক ওদিক বেড়াইতেছেন । কেহ কেহ মা কালীর ও ৬/রাধাকান্তের মন্দিরে আরতি দশন করিতে গেলেন। -- সন্ধ্যার পর ঠাকুরের ঘরে আবার ভক্তেরা আসিলেন। ঠাকুরের ঘরের মধ্যে আবার কীৰ্ত্তন হইবার উদ্যোগ হইতেছে। ঠাকুরের খুব উৎসাহ, বলিতেছেন যে, “এদিকে একটা বাতি দাও।” ডবল বাতি জালিয়া দেওয়াতে খুব আলো হইল। । - ঠাকুর বিজয়কে বলিতেছেন, “তুমি অমন জায়গায় বসলে কেন ? এদিকে স’রে এস।” - . এবার সংকীৰ্ত্তনে খুব মাতামাতি হইল। ঠাকুর মাতোয়ারা হইয়া ।