পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রানমিহলি টাের ১৭ ৷ of , যমন শুকদেবাদি, ঈশ্বরকে লাভ করে আবার লোকশিক্ষা দেন । , কেউ জায় খেয়ে মুখটি পুছে ফেলে, কেউ পাচজনকে দেয়। কেউ ; পাতকুয়া . খুড়বার সময়—বুড়ি কোদাল আনে, খোড়া হয়ে গেলে বুড়ি কোদাল ঐ পাতকোতেই ফেলে দেয়। কেউ বুড়ি কোদাল রেখে । দেয় যদি পাড়ার লোকের কারুর দরকার লাগে। শুকদেরাদি পরের জন্য ঝুড়ি কোদাল তুলে রেখেছিলেন । ( গিরিশের প্রতি ) তুমি । পরের জন্য রাখবে।” - গিরিশ—আপনি তবে আশীৰ্ব্বাদ করুন। . শ্রীরামকৃষ্ণ—তুমি মার নামে বিশ্বাস করে, হয়ে যাবে। গিরিশ—আমি যে পাপী ! শ্রীরামকৃষ্ণ—যে পাপ পাপ সৰ্ব্বদা করে, সে শালাই পাপী হ’য়ে যায় ! গিরিশ—মহাশয়, আমি যেখানে বসতাম সে মাটি অশুদ্ধ। শ্রীরামকৃষ্ণ—সে কি ! হাজার বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে, সে কি একটু একটু করে আলো হয় ? না, একেবারে দপ ক’রে আলো হয় ? গিরিশ—আপনি আশীৰ্ব্বাদ করলেন । শ্রীরামকৃষ্ণ—তোমার যদি আন্তরিক হয়,—আমি কি বলব ! আমি থাই দাই তার নাম করি । গিরিশ–আন্তরিক নাই, কিন্তু ঐটুকু দিয়ে যাবেন। শ্রীরামকৃষ্ণ—আমি কি ? নারদ শুকদেব এরা হতেন ত— গিরিশ–নারদাদি ত আর দেখতে পাচ্চি না । সাক্ষাৎ যা পাচ্চি। শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে)—আচ্ছা, বিশ্বাস ! কিয়ৎক্ষণ সকলে চুপ করিয়া আছেন । আবার কথা হইতেছে।