পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তীয় পরিচ্ছ । দাবন্দ্রভবনে ঠাকুর কীৰ্ত্তনালাল ও সমাধিমরি । এইবার খোল করতালি লইয়া সংকীৰ্ত্তন হইতেছে। কীর্তনীয়। গাহিতেছে— কি দেখিলাম রে, কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি, শ্ৰীগৌরাঙ্গ মুরুতি, ছনয়নে প্রেম বহে শতধারে । গেীর, মত্ত মাতঙ্গের প্রায়, প্রেমাবেশে নাচে গায়, কন্তু ধূলাতে লুটায় নয়ন জলে ভাসে রে। । কাদে আর বলে হরি, স্বৰ্গ মৰ্ত্ত ভেদ করি, সিংহ রবে রে, • * * * আবার দন্তে তৃণ লয়ে, কৃতাঞ্জলি হয়ে, দাস্ত মুক্তি যাচেন দ্বারে দ্বারে। । কিবা মুড়ায়ে চাচর কেশ, ধরেছেন যোগীর বেশ, - দেখে ভক্তি প্রেমাবেশ, প্রাণ কেঁদে উঠে রে। জীবের দুঃখে কাতর হয়ে,এলেন সর্বস্ব ত্যজিয়ে, প্রেম বিলাতে রে, প্রেমদাসের বাঞ্ছা মনে শ্রীচৈতন্য চরণে, দাস হয়ে বেড়াই দ্বারে দ্বারে। ঠাকুর গান শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইয়াছেন, কীৰ্ত্তনীয়া শ্ৰীকৃষ্ণ বিরহবিধুরা ব্ৰজগোপীর অবস্থা বর্ণনা করিতেছেন। ব্ৰজগোপী মাধবীকুঞ্জে মাধবের অন্বেষণ করিতেছেন— রে মাধবী ! আমার মাধব দে ! ( দে দে দে, মাধব দে ! ) আমার মাধব আমায় দে, দিয়ে বিনা মূলে কিনে নে । মীনের জীবন, জীবন যেমন, আমার জীবন মাধব তেমন ।