পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

; ᎼᎽ8 শ্ৰী শ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮৫, ৬ই এপ্রিঃ শ্রীরামকৃষ্ণ—কি গা ? ঠাকুর এইবার সুরেন্দ্রের কথা কহিয়েছেন। শ্রীরামকৃষ্ণ—কৰ্ম্ম থেকে এসে আর পারে না । একজন ভক্ত—রামবাবু আপনার কথা লিখছেন । শ্রীরামকৃষ্ণ ( সহাস্ত্যে )—কি লিখেছে ? ভক্ত-পরমহংসের ভক্তি—এই বলে একটি বিষয় লিখছেন ? শ্রীরামকৃষ্ণ—তবে আর কি, রামের খুব নাম হবে। গিরিশ (সহস্তে )—সে আপনার চেলা বলে। । শ্রীরামকৃষ্ণ—আমার চেলা-টেলা নাই । আমি রাষ্ট্রে ট্রাসামুদাস । পাড়ার লোকের কেহ কেহ আসিয়াছিলেন স্ট্রি তাদের দেখিয়া ঠাকুরের আনন্দ হয় নাই। ঠাকুর একবার-বদলে “একি পাড়া! এখানে দেখছি কেউ নাই!” । দেবেন্দ্র এইবার ঠাকুরকে বাড়ির ভিতর লইয়া যাইতেছেন। সেখানে ঠাকুরকে জল খাওয়াইবার আয়োজন ইয়াছে। ঠাকুর ভিতরে গেলেন। ঠাকুর সহাস্তবদনে বাড়ির ভিতর হইতে ফিরিয়া আসিলেন ও আবার বৈঠকখানায় উপবিষ্ট হইলেন। ভক্তের কাছে বুদিয়া আছেন। উপেন্দ্র x ও অক্ষয় ৭ ঠাকুরের দুই পাশ্বে বসিয়া পদ সেবা করিতেছেন । ঠাকুর দেবেন্দ্রের বাড়ির মেয়েদের কথা বলিতেছেন “বেশ মেয়েরা। পাড়াগেয়ে মেয়ে কিনা। আর ভক্তি ” ঠাকুর আত্মারাম ? নিজের আনন্দে গান গাহিতেছেন ! কি ভাবে * উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ঠাকুরের ভক্ত ও “বসুমতী’র সত্ত্বাধিকারী। শ্ৰীঅক্ষয়কুমার সেন, ঠাকুরের ভক্ত ও কবি। ইনিই "শ্রীরামকৃষ্ণ পুথি' লিথিয়া চিরস্মরণীয় হইয়াছেন। বাকুড়া জেলার অন্তঃপাতী ময়নাপুর গ্রাম ইহার জন্মভূমি । مسيحسمــي سمي بصيصمجي