পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্ত্রীরামকৃষ্ণ বলরাম-মন্দিরে গিরিশ প্রভৃতি ভক্তসঙ্গে ২১৩ “আর তোমার তো ছেলেপূলে নাই যে মন অন্ত্যমনস্ক হবে । একজন ডেপুটি, আটশো টাকা মাইনে, কেশব সেনের বাড়িতে ( নবসুন্দাবন ) নাটক দেখতে গিছলো। আমিও গিছলাম, আমার সঙ্গে স্বাগল আরও কেউ কেউ গিছলো । নাটক শুনবার জন্য আমি —যেখানে বসিছি তারা আমার পাশে বসেছে। রাখাল তখন একটু উঠে গিছলো। ডেপুটি এসে ঐখানে বসলো। আর তার ছোট ছেলেটিকে রাখালের জায়গায় বসালে । আমি বললুম, এখানে বসা হবে না,—আমার এমনি অবস্থা যে, কাছে যে বসবে সে যা বলবে তাই করতে হবে, তাই রাখালকে কাছে বসিয়েছিলাম। যতক্ষণ নাটক হলো ডেপুটির কেবল ছেলের সঙ্গে কথা । শাল একবারও কি থিয়েটার । দেখলে না ! আবার শুনেছি নাকি মাগের দাস—ওঠ বললে ওঠে, বোস বললে বসে,—আবার একটা খাদা বাকুরে ছেলের জন্য এই*** তুমি ধ্যান ট্যান ত কর ?” মহেন্দ্ৰ—আজ্ঞে, একটু একটু হয় । শ্রীরামকৃষ্ণ—যাবে এক এক বার । মহেন্দ্র ( সহাস্তে )—আজ্ঞে, কোথায় গীট-টাট আছে আপনি জানেন,—আপনি দেখবেন । শ্রীরামকৃষ্ণ (সহস্তে )—আগে যেও —তবে তো টিপে-টুপে দেখবো, কোথায় কি গাট আছে ! যাও না কেন ? মহেন্দ্ৰ—কাজকর্মের ভিড়ে আসতে পারি না,—আবার কেদেটির বাড়ি মাঝে মাঝে দেখতে হয় । শ্রীরামকৃষ্ণ (ভক্তদের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া, মহেন্দ্রের প্রতি )—এদের কি বাড়ি ঘরদোর নাই—আর কাজকৰ্ম্ম নাই ? এর আসে কেমন করে ?