পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

... • چه. z স্ত্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮৫, ১২ই এপ্রিল কি দেখিলাম রে, কেশব ভারতীর কুটিরে, & অপরূপ জ্যোতি, গৌরাঙ্গ মুরুতি, ছনয়নে প্রেম বহে শত ধারে। গান সমাপ্ত হইল । সন্ধ্যা হয় । ঠাকুর এখনও ভক্তসঙ্গে বসিয়া আছেন । স্ত্রীরামকৃষ্ণ (রামের প্রতি )—বাজনা নাই! ভাল বাজনা থাকলে গান খুব জমে। ( সহাস্তে ) বলরামের আয়োজন কি জান,—বামুনের গোডিড ( গরুট ) খাবে কম,—দুধ দেবে হুড় হুড় ক'রে ! ( সকলের হাস্য )। বলরামের ভাব,—আপনারা গাও আপনারা বাজাও ! { সকূলের হাস্ত ) ষষ্ঠ পরিচ্ছেদ গ্রীরামকৃষ্ণ ও বিদ্যার সংসার— ঈশ্বরলাভের পর সংসার সন্ধ্যা হইল। বলরামের বৈঠকখানায় ও বারান্দায় আলো জ্বালা হইল । ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগতের মাতাকে প্রণাম করিয়া, করে মূলমন্ত্র জপ করিয়া, মধুর নাম করিতেছেন। ভক্তেরা চারিপাশ্বে বসিয়া আছেন ও সেই মধুর নাম শুনিতেছেন । গিরিশ, মাষ্টার, বলরাম, ত্ৰৈলোক্য ও অন্যান্য অনেক ভক্তেরা এখনও আছেন। কেশবচরিত গ্রন্থে ঠাকুরের সংসার সম্বন্ধে মত পরিবর্তনের কথা যাহা লেখা আছে, ত্ৰৈলোক্যের সামনে সেই কথা উত্থাপন করিবেন, ভক্তেরা ঠিক করিয়াছেন । গিরিশ কথা আরম্ভ করিলেন । তিনি ত্ৰৈলোক্যকে বলিতেছেন, “আপনি যা লিখেছেন—যে সংসার সম্বন্ধে এর মত পরিবর্তন হয়েছে, তা বস্তুতঃ হয় নাই।”