পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ খণ্ড গ্ৰথম পরিচ্ছেদ ঠাকুর গ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরে ভক্তমন্দিরে শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে বলরামের বৈঠকখানায় বসিয়া আছেন । সহাস্যবদন । এখন বেল প্রায় তিনটা ; বিনোদ, রাখাল, মাষ্টার ইত্যাদি কাছে বসিয়া । ছোট নরেনও আসিয়া উপস্থিত হইলেন । আজ মঙ্গলবার, ২৮শে জুলাই, ১৮৮৫ খৃষ্টাব্দ, আষাঢ় কৃষ্ণ প্রতিপদ । ঠাকুর বলরামের বাটতে সকালে আসিয়াছেন ও ভক্তসঙ্গে আহারাদি করিয়াছেন। বলরামের শ্রীশ্রীজগন্নাথের সেবা আছে। তাই ঠাকুর বলেন “বড় শুদ্ধ অন্ন।” নারাণ প্রভৃতি ভক্তেরা বলিয়াছিলেন, নন্দ বসুর বাটতে অনেক ঈশ্বরীয় ছবি আছে । আজ তাই ঠাকুর তাদের বাট গিয়া অপরাহুে ছবি দেখিবেন। একটি ভক্ত ব্রাহ্মণীর বাটী নন্দ বসুর বাটীর নিকটে, সেখানেও যাইবেন। ব্রাহ্মণী কন্যা-শোকে সন্তপ্ত, প্রায় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে যান। তিনি অতিশয় ব্যাকুল হইয় ঠাকুরকে আমন্ত্রণ করিয়াছেন । তাহার বাটতে যাইতে হইবে ও একটি স্ত্রী ভক্ত গণুর মার বাটতেও যাইতে হইবে। g ঠাকুর বলরামের বাটতে আসিয়াই ছোকরা ভক্তদের ডাকিয়া পাঠান। ছোট নরেন মাঝে বলিয়াছিলেন, “আমার কাজ আছে বলিয়া সৰ্ব্বদা আসিতে পারি না, পরীক্ষার জন্য পড়া”—ইত্যাদি ; ছোট নরেন আসিলে ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন ঃ & শ্রীরামকৃষ্ণ (ছোট নরেনকে )—তোকে ডাকতে পাঠাই নাই।