পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৯৮ খ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮৫, ১৮ই অক্টোবর কাঙ্গালী বিদায় করলে কি হবে ? বরং যে সে করে একবার কালী দর্শন করে লও —তার পর যত কাঙ্গালী বিদায় করতে ইচ্ছা হয় ক'রে । , or - শ্রীরামকৃষ্ণ—আর কিছু কথা হ’লে ? [ ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্ত ও কামজয় ] মাষ্টার—আপনার কাছে যারা আসে তাদের অনেকে কাম জয় করেছেন, এই কথা হলো । ডাক্তার তখন বললে, “আমারও কামটাম উঠে গেছে, জানো ? আমি বললাম, আপনি তো বড় লোক । আপনি যে কাম জয় করেছেন, বলছেন তাতে আশ্চৰ্য্য নয়। ক্ষুদ্র প্রাণীদের পর্যন্ত র্তার কাছে থেকে ইন্দ্রিয় জয় হচ্ছে, এই আশ্চৰ্য্য ! তার পর আমি বললাম, আপনি যা গিরিশ ঘোষকে বলেছিলেন । ঐরামকৃষ্ণ (সহাস্তে)—কি বলেছিলাম ? মাষ্টার-আপনি গিরিশ ঘোষকে বলেছিলেন, ‘ডাক্তার তোমাকে ছাড়িয়ে যেতে পারে নাই।’ সেই অবতারের কথা । শ্রীরামকৃষ্ণ—তুমি অবতারের কথা তাকে (ডাক্তারকে ) বলবে । অবতার—যিনি তারণ করেন । তা দশ অবতার আছে, চবিবশ অবতার আছে, আবার অসংখ্য অবতার আছে । মদ্যপান ক্রমে ক্রমে একেবারে ত্যাগ ] মাষ্টার-গিরিশ ঘোষের ভারী খবর নেয়। কেবল জিজ্ঞাসা করেন, গিরিশ ঘোষ কি সব মদ ছেড়েছে ? তার উপর বড় চোখ । স্ত্রীরামকৃষ্ণ—তুমি গিরিশ ঘোষকে ও কথা বলেছিলে ? মাষ্টার—আজ্ঞা হা, বলেছিলাম। আর সব মদ ছাড়বার কথা । শ্রীরামকৃষ্ণ—সে কি বললে ?