পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“স্তাকে কি বিচার ক’রে জান যায় ? র্তার দাস হয়ে র্তার শরণাগত হয়ে তাকে ডাক । ( বিদ্যাসাগরের প্রতি সহাস্তে )—“আচ্ছা তোমার কি ভাব ?” বিদ্যাসাগর মৃত্যু মৃত্যু হাসিতেছেন । বলিতেছেন, “আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলব।” ( সকলের হাস্য )। শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে )—তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার ক’রে জানা যায় না । 臺 এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান ধরিলেন [ ঈশ্বর অগম্য ও অপার ] কে জানে কালী কেমন ? ষড়দর্শনে না পায় দরশন | মূলাধারে সহস্রারে সদ। যোগী করে মনন । কালী পদ্মবনে হংস সনে, হংসী রূপে করে রমণ ॥ আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন । • তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন ॥ মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জান কেমন । মহাকাল জেনেছেন কালীর মৰ্ম্ম, অন্ত কেবা জানে তেমন ॥ প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে শশী হয়ে বামন । “দেখলে, কালীর উদরে ব্ৰহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জান কেমন ! আর. বলেছে, "ষড়দর্শনে না পায় দরশন'—পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না ।