পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రి)e ঐস্ত্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮৫, ১৮ই অক্টোবর শ্রীরামকৃষ্ণ (সহাস্তে ) – হা ! কেমন কথা ? ডাক্তার—বেশ । s শ্রীরামকৃষ্ণ–একটা ‘Thank you’ দাও । ডাক্তার—তুমি কি বুঝছে না, মনের ভাব ? আর কত কষ্ট করে তোমায় এখানে দেখতে আসছি । শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে )—না গো, মুখের জন্য কিছু বল। বিভীষণ লঙ্কার রাজ হতে চায় নাই—বলেছিলো, রাম তোমাকে পেয়েছি আবার রাজা হয়ে কি হবে! রাম বললেন, বিভীষণ ! তুমি মূখদের জন্য রাজা হও । যারা বলছে, তুমি এত রামের সেবা করলে, তোমার কি ঐশৰ্য্য হলো ? তাদের শিক্ষার জন্য রাজা হও । ডাক্তার—এখানে তেমন মুখ কই ? শ্রীরামকৃষ্ণ (সহাস্তে )—না গো, শাকও আছে আবার গেড়ি গুগলিও আছে । ( সকলের হাস্য )। - গঞ্জ পরিচ্ছেদ পুরুষ-প্রকৃতি—আধিকারী ডাক্তার ঠাকুরের জন্য ঔষধ দিলেন দুটি globule ; বলিতেছেন, এই ছুইটি গুলি দিলাম—পুরুষ আর প্রকৃতি। (সকলের হাস্য) । । শ্রীরামকৃষ্ণ (সহাস্তে )—ই, ওরা এক সঙ্গেই থাকে। পরোদে দেখ নাই, তফাতে থাকতে পারে না। যেখানে পুরুষ সেখানেই প্রকৃতি, যেখানে প্রকৃতি সেখানেই পুরুষ। আজ বিজয় । ঠাকুর ডাক্তারকে মিষ্টমুখ করিতে বলিলেন । ভক্তেরা মিষ্টান্ন আনিয়া দিতেছেন । (i.