পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪৪ স্ত্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ ( ১৮৮৫,৬ই নভেম্বর বিহারী স্তব করিতেছেন— মনেরি বাসনা শ্যাম শবাসনা শোন মা বলি, হৃদয় মাঝে উদয় হইও মা, যখন হবে অন্তর্জলি । তখন আমি মনে মনে, তুলব জবা বনে বনে, মিশাইয়ে ভক্তি চন্দন মা, পদে দিব পুষ্পাঞ্জলি । মণি গাইতেছেন ভক্তসঙ্গে— সকলি তোমারি ইচ্ছা মা ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কৰ্ম্ম তুমি কর মা, লোকে বলে করি আমি । পঙ্কে বদ্ধ কর করী পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ইন্দ্রত্নপদ কারে কর অধোগামী । আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী যেমন চালাও তেমনি চলি । গান—তোমারি করুণায় মা সকলি হইতে পারে। অলঙ্ঘ্য পৰ্ব্বত সম বিস্তু বাধা যায় দূরে। তুমি মঙ্গল নিধান, করিছ মঙ্গল বিধান । তবে কেন বৃথা মরি ফলাফল চিন্তা করে | গান—গে আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ ক'রো না। গান-নিবিড় আধারে মা তোর চমকে অরূপ রাশি । ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন। আদেশ করিতেছেন, এই গানটি গাইতে— গান—কখন কি রঙ্গে থাক মা খামা সুধাতরঙ্গিনী। । গান সমাপ্ত হইলে ঠাকুর আবার আদেশ করিতেছেন— গান--শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগন । সুধা পানে ঢল ঢল ঢলে কিন্তু পড়ে না ( মা ) ||