পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ - Ost o ঐস্ত্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ לbrb^9, 8ळै। জানুয়ারী ঠাকুর বলিয়াছিলেন, ঈশ্বরের জন্য ব্যাকুল হতে হয়, তবে ঈশ্বরদর্শন হয়। সন্ধ্যার পরেই মণি উপরের ঘরে গেলেন। দেখলেন, ঠাকুর নিদ্রিত। রাত্রি প্রায় ৯টা। ঠাকুরের কাছে নিরঞ্জন, শশী । ঠাকুর জাগিয়াছেন। থাকিয়া থাকিয় নরেন্ত্রের কথাই বলিতেছেন। ঐরামকৃষ্ণ-নরেন্ত্রের অবস্থা কি আশ্চর্য! দেখে এই নরেন্দ্র আগে সাকার মান্ত না! এর প্রাণ কিরূপ আটুপটু হয়েছে দেখছিস । সেই যে আছে—একজন জিজ্ঞাসা করেছিল, ঈশ্বরকে কেমন করে পাওয় যায়। গুরু বললে, এস আমার সঙ্গে, তোমায় দেখিয়ে দিই কি হ'লে ঈশ্বরকে পাওয়া যায়। এই বলে একটা পুকুরে নিয়ে গিয়ে তাকে জলে চুবিয়ে ধরলে ! খানিকক্ষণ পরে তাকে ছেড়ে দেওয়ার পর শিষ্ণুকে জিজ্ঞাসা করলে, “তোমার প্রাণট কি রকম হচ্ছিলো ? সে বললে, *প্রাণ যায় যায় হচ্ছিল ? ঈশ্বরের জন্য প্রাণ আটুবাটু করলে জানবে যে দর্শনের আর দেরি নাই। অরুণ উদয় হ’লে—পূর্বদিক লাল হ’লে—বুঝা যায় সূর্য্য উঠবে।” ঠাকুরের আজ অসুখ বাড়িয়াছে। শরীরের এত কষ্ট। তবুও নরেন্দ্র সম্বন্ধে এই সকল কথা—সঙ্কেত করিয়া বলিতেছেন। নরেন্দ্র এই রাত্রেই দক্ষিণেশ্বরে চলিয়া গিয়াছেন। গভীর অন্ধকার —অমাবস্যা পড়িয়াছে। নরেন্দ্রর সঙ্গে ছ একটি ভক্ত। মণি বাত্রে বাগানেই আছেন। স্বপ্নে দেখিতেছেন, সন্ন্যাসামগুলের ভিতর বসিয়া আছেন ।