পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిఆు * * * ঐত্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ ( ১৮৮৬, ১৫ই মার্চ শ্রীরামকৃষ্ণ (সহাস্তে নরেন্দ্রকে )—আচ্ছা, আমার কি ভাব ? নরেন্দ্ৰ— বীরভাব, সখীভাব,—সবভাব । [ ঠাকুর স্ত্রীরামকৃষ্ণ—কে তিনি ? ] ঠাকুর এই কথা শুনিয়া যেন ভাবে পূর্ণ হইলেন, হৃদয়ে হাত রাখিয়া কি বলিতেছেন ! শ্রীরামকৃষ্ণ (নরেন্দ্রাদি ভক্তদিগকে )—দেখছি এর ভিত্তর থেকেই যা কিছু । নরেন্দ্রকে ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন, “কি বুঝলি ?” নরেন্দ্ৰ—(“যা কিছু" অর্থাৎ ) যত সৃষ্ট পদার্থ সব আপনার ভিতর থেকে ! শ্রীরামকৃষ্ণ ( রাখালের প্রতি আনন্দে ) – দেখছিস ! ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন। নরেন্দ্র স্বর করিয়া গাহিতেছেন । নরেন্দ্রের ত্যাগের ভাব,~~গাহিতেছেন— “নলিনীদলগতজলমতিতরলম্ তদ্বজীবনমতিশয়চপলম্ ক্ষণমিহ সজ্জনসঙ্গতিরেক, ভবতি ভবাৰ্ণবতরণে নৌকা ।” 聯 দুই এক চরণ গানের পরই ঠাকুর নরেন্দ্রকে ইঙ্গিত করিয়া বলিতেছেন, “ও কি ! ও সব ভাব অতি সামান্ত !” নরেন্দ্র এইবার সখী ভাবের গান গাহিতেছেন— কাহে সই জিয়ত মরত কি বিধান ! ব্রজকি কিশোর সই, কাহা গেল ভাগই, ব্ৰজজন টুটায়ল পরাণ ॥ মিলি সই নাগরী, ভুলিগেই মাধব, রূপবিহীন গোপকুঙারী। কে জানে প্রিয় সই, রসময় প্রেমিক, হেন বঁধু রূপ কি ভিখারী ॥ । 敬