পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাসাগরের বাটতে শ্রীরামকৃষ্ণ • ९{: ঠাকুর গাত্ৰোখান করিলেন, ভক্তসঙ্গে। বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাড়াইয়াছেন। ঠাকুরকে গাড়ীতে তুলিয়া দিবেন। শ্রীরামকৃষ্ণ এখনও দাড়াইয়া রহিয়াছেন কেন ? মূল মন্ত্র করে জপিতেছেন ; জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন। অহেতুক কৃপাসিন্ধু ! বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন । । ঠাকুর ভক্তসঙ্গে সিড়ি দিয়া নামিতেছেন। একজন ভক্তের হাত । ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন— হাতে বাতি, পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন । শ্রাবণ কৃষ্ণাষষ্ঠী, এখনও চাদ উঠে নাই। তমসাবৃত উদ্যানভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণালোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন । শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে ফটকের কাছে যাই পৌছিলেন, সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাড়াইয়া পড়িল । সম্মুখে বাঙ্গালীর পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শ্মশ্রীধারী পুরুষ, বয়স আন্দাজ ৩৬৩৭, মাথায় শিখদিগের দ্যায় শুভ্ৰ পাগড়ী, পরণে কাপড়, মোজা, জামা ; চাদর নাই । তাহার দেখিলেন, পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন মত্রে মাটিতে উষ্ণীযসমেত মস্তক অবলুষ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন। তিনি দাড়াইলে ঠাকুর বলিলেন, “বলরাম! তুমি ? এত রাত্রে ?” বলরাম (সহস্তে )—আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাড়িয়েছিলাম । শ্রীরামকৃষ্ণ—ভিতরে কেন যাও নাই ? বলরাম—আজ্ঞা, সকলে আপনার কথাবাৰ্ত্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করা । এই বলিয়া বলরাম হাসিতে লাগিলেন। . . ঠাকুর ভক্তসঙ্গে গাড়ীতে উঠিতেছেন।