পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট—বরাহনগর মঠ । eసి ও মাষ্টার মঠের পশ্চিম গায়ে যে বাগান আছে, তাহার একটি গাছতলায় । বসিয়া নির্জনে কথা কহিতেছেন। নরেন্দ্র ঠাকুরের সহিত সাক্ষাভের পর । যত পূৰ্ব্ব কথা বলিতেছেন। নরেন্দ্রর বয়স ২৪, মাষ্টারের ৩২ বৎসর। । মাষ্টার—প্রথম দেখার দিনটি তোমার বেশ স্মরণ পড়ে। * নরেন্দ্ৰ—সে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে। তাহারই ঘরে। সেই । দিনে এই দুটি গান গেয়েছিলাম— - মন চল নিজ নিকেতনে। ংসার বিদেশে, বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে ॥ বিষয় পঞ্চক আর ভূতগণ, সব তোর পর কেউ নয় আপন। পর প্রেমে কেন হইয়ে মগন, ভুলিছ আপন জনে ॥ * সত্যপথে মন কর আরোহণ, প্রেমের আলো জালি চল অতুক্ষণ । সঙ্গেতে সম্বল রাখ পুণ্য ধন, গোপনে অতি যতনে । লোভ মোহ আদি পথে দস্যগণ, পথিকের করে সর্বস্ব মোষণ । পরম যতনে রাখ রে প্রহরী শম দম দুই জনে ॥ সাধুসঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথা করিও বিশ্রাম । পথভ্রান্ত হলে সুধাইও পথ সে পান্থ-নিবাসী জনে ॥ যদি দেখ পথে ভয়েরি আকার, প্রাণপণে দিও দোহাই রাজার । সে পথের রাজার প্রবল প্রতাপ, শমন ডরে যার শাসনে | গান—যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। আছি নাথ দিবানিশি আশাপথ নিরখিয়ে । তুমি ত্রিভুবন নাথ, আমি ভিখারী অনাথ । কেমনে বলিব তোমায় এস হে মম হৃদয়ে | হৃদয় কুটার দ্বার, খুলে রাখি অনিবার । কৃপা করি একবার এসে কি জুড়াবে হিয়ে ॥