পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৪০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট—বরাহনগরমঠ ذده “এ কথা ( আমাদের মধ্যে ) কারুকেও বলবেন না-promise করুন।” - মাষ্টায়—তোমার উপর শক্তি সঞ্চার করলেন, বিশেষ উদেশ্ব আছে, তোমার দ্বারা অনেক কাজ হবে। একদিন একখানা কাগজে লিখে । বলেছিলেন, নরেন শিক্ষে দিবে। . . . . . . . . . . . . নরেন্দ্ৰ— আমি কিন্তু বলেছিলাম, আমি ও সব পারব ai ? “তিনি বললেন, “তোর হাড় করবে। শরতের ভার আমার উপর দিয়েছেন । ও এখন ব্যাকুল হয়েছে। ওর কুণ্ডলিনী জাগ্রত হয়েছে।” মাষ্টার—এখন পাতা না জমে । ঠাকুর বলতেন, বোধ হয় মনে আছে যে, পুকুরের ভিতর মাছের গাড়ি হয় অর্থাৎ গৰ্ত্ত, যেখানে মাছ - এসে বিশ্রাম করে । যে গাড়িতে পাতা এসে জমে যায়, সে গাড়িতে মাছ এসে থাকে না। [ নরেন্দ্রের অখণ্ডের ঘর ] নরেন্দ্র—নারায়ণ বলতেন । মাষ্টার-তোমায় – “নারায়ণ” বলতেন,—তা জানি । নরেন্দ্ৰ—ৰ্তার ব্যামোর সময় শোচাবার জল এগিয়ে দিতে দিতেন না । “কাশীপুরে বললেন; ‘চাবি আমার কাছে রইল, ও আপনাকে জানতে পারলে দেহত্যাগ করবে।’ মাষ্টার—যখন তোমার একদিন সেই অবস্থা হয়েছিল, না ? নরেন্দ্ৰ—সেই সময় বোধ হয়েছিল, যেন আমার শরীর নাই, কেবল মুখটি আছে! বাড়িতে আইন পড়েছিলুম, একজামিন দেবে বলে। তখন হঠাৎ মনে হলো, কি করছি।