পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬ খ্ৰীষ্ট্রীরামকৃষ্ণকথামৃত-৩য় ভাগ ( ১৮৮২, ২৪শে আগ} হাতে ছুরি থাকে, বাঙ্গাল দেশে র্যাতি থাকে —অর্থাৎ ওই শক্তিরূপ কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। এটি বীরভাব। আমি বীরভাবে পূজা করি নাই। আমার সন্তানভাব। “কন্যা শক্তিরূপ। বিবাহের সময় দেখ নাই,–বর বোকাটি পিছনে বসে থাকে ? কন্যা কিন্তু নিঃশঙ্ক। । দর্শনের পর ঐশ্য ভুল হয়—নানা জ্ঞান, অপরা বিদ্যা— Religion and Science, xiffq☞ 8 #fğf## &f# ] ঐরামকৃষ্ণ-ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বৰ্য্য, তার জগতের ঐশ্বৰ্য্য, ভুল হয়ে যায়; তাকে দেখলে তার ঐশ্বৰ্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হয়ে ভক্তের আর হিসাব থাকে না। নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ী কোথা' এ সব জিজ্ঞাসা করার দরকার হয় না। জিজ্ঞাসা করবার অবসর কই ? হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি ? হকুমান বল্লে, 'ভাই আমি বার তিথি নক্ষত্র এ সব কিছুই জানি না, আমি এক ‘রাম চিন্তা করি।