পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮/, ঐস্ত্রীরামকৃষ্ণকথামৃত-৩য় ভাগ [ ১৮৮২, ২২শে অক্টোবর করেছিলেন। তিনি বল্লেন, যদি মাকে পাওয়া যায়—যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনুতে পারে—তা হলে লক্ষ্মী, সরস্বতী, কাত্তিক, গণেশ আপনি আসেন। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বৰ্য্য, সরস্বতী অর্থাৎ জ্ঞান, কাৰ্ত্তিক অর্থাৎ বিক্রম, গণেশ অৰ্থাৎ সিদ্ধি, এ সব আপনি হয়ে যায়,— মা যদি আসেন। , - d. . [ ঠাকুর শ্রীরামকৃষ্ণের নরেন্দ্রাদি অন্তরঙ্গ ] শ্ৰীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসন সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। অবশেষে বলিতেছেন,— তুমি এখানে ওখানে যেওন—এইখানেই আসবে। “যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে। নরেন্দ্র, ভবনাথ রাখাল এরা আমার অন্তরঙ্গ। এরা সামান্ত নয়। তুমি এদের একদিন খাইও নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয় ?” । # মণি-আজ্ঞা, খুব ভাল। শ্রীরামকৃষ্ণ—দেখ নরেন্দ্রের কত গুণ—গাইতে, বাজাতে, বিদ্যায় —আবার জিতেন্দ্রিয়, বলেছে বিয়ে করবে না,—ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মুন। [ ঠাকুর মণির সহিত আবার কথা কহিতেছেন । [. সাকার না নিরাকার-চিন্ময়ী মূৰ্ত্তি ধ্যান-মাতৃধ্যান ] স্ত্রীরামকৃষ্ণ—তোমার আজকাল ঈশ্বর চিন্তা কিরূপ হচ্ছে ? তোমার সাকার ভাল লাগে,—না নিরাকার ? মণি—আজ্ঞা সাকারে এখন মন যায় না । , মন স্থির করতে পারি না । - শ্রীরামকৃষ্ণ-দেখলে ? নিরাকারে একেবারে মন স্থির হয় না । প্রথম প্রথম সাকার ত বেশ ।