পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেন না। কামিনী কাঞ্চন মায়। এই মায়াকে সরিয়ে যে তাকে । দর্শন করে সেই তীকে দেখতে পায়। একজনকে বোঝাতে বোঝাতে: কলিকাতা রাজপথে ভক্তসঙ্গে । • . " টি আশ্চর্য ব্যাপার) দেখালেন, হঠাৎ সামনে দে गाभ्रे, দেশের (কামারপুকুরের) একটি পুকুর, আর একজন লোক পান। সরিয়ে যেন জলপান করলে ৷ জলটি স্ফটিকের মত। দেখালে যে, সেই সচ্চিদানন্দ মায়ারূপ পানাতে ঢাকা,—যে সরিয়ে জল খায় সেই পায়। ” “শুন,—তোমায় অতি গুহ কথা বলছি । বাউতলার দিকে দিকে । বাহে করতে করতে দেখলাম—চোর কুঠরির দরজার মত একটা সামনে, কুঠরির ভিতর কি আছে দেখতে পাচ্চি না। আমি মরুন দিয়ে ছেদ করতে লাগলাম, কিন্তু পারলুম না। ছেদ করি কিন্তু পূরে। N $ আসে। তারপর একবার এতখানি ছেদা হ’ল!” ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া মৌনাবলম্বন করিলেন। এইবার আবার কথা কহিতেছেন—“এ সব বড় উচু কথা—ঐ দেখ आमाब भूत्र কে যেন চেপে চেপে ধরছে ! - - “যোনিতে বাস স্বচক্ষে দেখলাম –কুকুর-কুকুরীর মৈথুন সময়ে দেখেছিলাম। “র্তার চৈতন্তে জগতের চৈতন্য । এক একবার দেখি, ছোট ছোট মাছের ভিতর সেই চৈতন্য কিলবিল করছে ” , গাড়ী শোভাবাজারের চৌমাথায় দরমাহাটার নিকট উপস্থিত হইল । ঠাকুর আবার বলিতেছেন,— - “এক একবার দেখি বরষায় যেরূপ পুথিবী জরে থাকে,—সেইরূপ এই চৈতন্যতে জগৎ জরে রয়েছে।” I • “কিন্তু এত ত দেখা হচ্ছে, আমার কিন্তু অভিমান হয় না।” । . . মণি (সহস্তে )—আপনার আবার অভিমান ! –8 - -

  • *