পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

یحیخسےہتمبیسمےجیسے مصیاہے জয়গোপাল সেনের বাটীতে শুভাগমন । సె S SAAAAAA SAAAAA MAeAMAMAMAMMA AMAMAeeAMS নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয়, তাকে লাভ করবার জন্য চেষ্ট করতে হয়। । প্রতিবেশী। বাড়ী থেকে বেরিয়ে যেতে হবে ? স্ত্রীরামকৃষ্ণ। একবারে নয়। যখন অবসর পাবে, কোন নির্জন স্থানে গিয়ে একদিন দুদিন থাকবে –যেন কোন সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে, যেন কোন বিষয়ী লোকদের সঙ্গে সাংসারিক বিষয় লয়ে আলাপ ন কুরুতে হয়। হয় নির্জনে বাস, নয় সাধুসঙ্গ । تی প্রতিবেশী । সাধু চিনবো কেমন করে ? • * TBBBB S BBSBD BB KLK BBDSBBS BBJJSBB হয়েছে, তিনিই সাধু। যিনি কামিনীকাঞ্চলত্যাগী, তিনিই সাধু। যিনি সাধু তিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না—সৰ্ব্বদাই তাদের অস্তরে থাকেন –যদি স্ত্রীলোকের কাছে আসেন, তাকে মাতৃবং দেখেন ও পুজা করেন। সাধু সৰ্ব্বদ ঈশ্বর চিস্ত করেন। ঈশ্বরীয় কথা বই কথা কন না। আর সৰ্ব্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন। মোটামুটি এই গুলি সাধুর লক্ষণ । g প্রতিবেশী ! নির্জনে বরাবর থাকতে হবে ? স্ত্রীরামকৃষ্ণ ফুটপাথের গাছ দেখছ ? যত দিন চার, চারিদিকে বেড়া দিতে হয় । না হ’লে ছাগল গরু থেয়ে ফেলবে । গাছের গুড়ী মোট হ’লে আর বেড়ার দরকার নাই । তখন হাতী বেঁধে দিলেও গাছ ভাঙ্গবে না। গুড়ি যদি ক’রে নিতে পারে, আর ভাবনা কি, ভয় কি ? বিবেক লাভ করবার চেষ্ট আগে কর । তেল মেথে কাঠাল ভাঙ্গ, হাতে আঠা জড়াবে না। প্রতিবেশী ; বিবেক কাকে বলে ? f : শীরামকৃষ্ণ। ঈশ্বর সৎ আর সব অসং, এই বিচার। সৎ মানে নিত্য। অসং—অনিত্য। যার বিবেক হয়েছে, সে জানে ঈশ্বরই বস্তু, আর সব অবস্থ । বিবেক উদয় হ’লে ঈশ্বরকে জানবার ইচ্ছ। হয় ; অসংকে ভালবাসলে—যেমন দেহস্থখ, লোক মান্য, টাকা, এই সব ভালবাসলে—ঈশ্বর, যিনি সংস্বরূপ, তাকে জানতে ইচ্ছ। হয় না। সদসং বিচার এলে তবে ঈশ্বরকে খুজতে ইচ্ছা করে। শোনে, আর একটা গান শোন । g তমাল্ল মল বেড়াতে ক্রাবি । কালীকল্পতরুমূলে রে মন চারি ফল কুড়ায়ে পাবি ৷ - . " ه جمعیت میسیسیپی حمید حسن حصحبتها