পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত। [ગઝન્ટ, ২৫ জুন । - وقا 6) كان AMMAM MAMMAMASAMAMMAMAMMMMMAMMMMMAMAMAMS MeAMAAAA AMAAAS AAAS SAAAAAS AAAAASAAAAS AAAMeSAS SSAS SSAS SSAMSiS SSAS SSAS ہےعہلاعیہ - ہتھ- بہتھ* জীরামকৃষ্ণ ( ঈশানের প্রতি)। সংসারে থেকে যে তাকে ডাকে সে বীরভক্ত। ভগবান বলেন যে সংসার ছেড়ে দিয়েছে সেত আমায় ডাকবেই, আমার সেবা ক’রবেই—তার আর বাহাদুরী কি ? সে যদি আমায় না ডাকে সকলে ছিছি ক’রবে। আর যে সংসারে থেকে তাকে ডাকে—বিশমণ পাথর ঠেলে যে আমায় দেখে সেইই ধন্য, সেইই বাহাদুর—সেইই বীরপুরুষ । ভাগবতের পণ্ডিত । শাস্ত্রে ত ঐ কথাই আছে । ধৰ্ম্মব্যাধের কথা আর পতিব্ৰতার কথা । তপস্বী মনে ক’রেছিল যে আমি কাক আর বককে ভস্ম করেছি অতএব আমি খুব উচু হয়েছি। সে পতিব্ৰতার বাড়ী গিছলো। তার স্বামীর উপর এত ভক্তি যে দিনরাত স্বামীর সেবা—এমনকি স্বামী বাড়ীতে এলে পা ধোবার জল আর মাথার চুল দিয়ে তার পা পুছে দিত। তপস্বী অতিথি, ভিক্ষা পাওয়ায় দেরী হচ্ছিল তাই—চেচিয়ে বলেছিল যে তোমাদের ভাল হ’বে না। পতিব্ৰত অমনি দূর থেকে বোললে এতে কাকী বকী ভস্ম করা নয়। একটু দাড়াও ঠাকুর, তুমি স্বামীর সেবা ক’রে তোমার পূজা করছি । "ধৰ্ম্মব্যাধের কাছে ব্ৰহ্মজ্ঞানের জন্য গিছলো। সে ব্যাধ—পণ্ডর মাংস বিক্ৰী ক’বৃতো কিন্তু রাতদিন ঈশ্বর জ্ঞানে বাপ মার সেবা ক’রতো। যে ব্ৰহ্মজ্ঞানের জন্য তার কাছে গিছলে। সে দেখে অবাক,—ভাবতে লাগলো ‘q ব্যাধ মাংস বিক্ৰী করে, আর সংসারী লোক। এ আবার আমায় কি ব্ৰহ্মজ্ঞান দিবে। কিন্তু সেই ব্যাধ পূর্ণ জ্ঞানী। - ঠাকুর এইবার গাড়ীতে উঠিবেন। পাশের বাড়ীর (ঈশানের শ্বশুর বাড়ীর ) দরোজায় দাড়াইয়াছেন। ঈশান ও ভক্তেরা কাছে দাড়াইয়া আছেন—তাহাকে গাড়ীতে তুলিয়া দিবেন। ঠাকুর আবার কথাচ্ছলে ঈশানকে উপদেশ দিতেছেন। “পিপড়ের মত সংসারে থাক। এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে। বালিতে চিনিতে মিশান–পিপড়ে হয়ে—চিনিটুকু নেবে। “জলেছুধে একসঙ্গে রয়েছে। চিদানন্দরস আর বিষয়রস। হংসের মত দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে। - “আর পানকৌটির মত। গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে। আর পাকাল মাছের মত। পাকে থাকে কিন্তু গা দেখ পরিষ্কার উজ্জল । , “গোলমালে ‘মাল’ আছে—গোল ছেড়ে মালটি নেবে। ঠাকুর গাড়ীতে উঠিয়া দক্ষিণেশ্বর যাত্রা করিতেছেন।