পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিতির ব্রাহ্মসমাজ পুনৰ্ব্বার দর্শন। ১৬১ AAAJA SAMMAeAM MAMAMAMAMMMMMAAASAASAASAASAASAASAAMAMS AMAMAMMMS ডুব, ডুব, ভুব, রূপসাগরে আমার মন । তলাতল পাতাল খুজলে পাবি রে প্রেম রত্ব ধন ॥ (৬৩ পৃষ্ঠা।) o তৃতীয় পরিচ্ছেদ । ব্রাহ্মভক্তসঙ্গে । ] [ ব্রাহ্মসমাজ ও ঈশ্বরের ঐশ্বৰ্য্য বর্ণনা । ] শ্রীরামকৃষ্ণ । ডুব দাও । ঈশ্বরকে ভালবাসতে শেখ। র্তার প্রেমে মগ্ন হও । দেখ, তোমাদের উপাসনা শুনেছি। কিন্তু তোমাদের ব্রাহ্মসমাজে ঈশ্বরের ঐশ্বৰ্য্য অত বর্ণনা কর কেন ? হে ঈশ্বর, তুমি আকাশ করিয়াছ, বড় বড় সমুদ্র করিয়াছ, চন্দ্রলোক, স্বৰ্য্যলোক, নক্ষত্ৰলোক, সব ক’রেছ,'—এ সব কথা আমাদের অতো কাজ কি ? m “সব লোক বাবুর বাগান দেখেই অবাকৃ—কেমন গাছ, কেমন ফুল, কেমন ঝিল, কেমন বৈঠকখানা, কেমন তার ভিতর ছবি, এই সব ে খেই অবাক ; কিন্তু কই, বাগানের মালিক যে বাবু, তাকে খোজে ক জন ? বাবুকে খোজে দুই একজন। ঈশ্বরকে ব্যাকুল হ’য়ে খ জ্বলে তাকে দর্শন হয়, র্তার সঙ্গে আলাপ হয়, কথা হয়, যেমন আমি তোমাদের সঙ্গে কথা ক’চ্চি। সত্য বলছি দৰ্শন হয়! একথা কারেই বা ব’লছি, কে বা বিশ্বাস করে । , [*tio al osso (The Law or Revelation) tl s ঐরামকৃষ্ণ । শাস্ত্রের ভিতর কি ঈশ্বরকে পাওয়া যায় ? শাস্ত্র পড়ে হন্ধ অস্তিমাত্র বোধ হয়। কিন্তু নিজে ডুব না দিলে ঈশ্বর দেখা দেন না। ডুব দেবার পর, তিনি নিজে জানিয়ে দিলে তবে সন্দেহ দূর হয়। বই হাজার পড়, মুখে হাজার শ্লোক বল, ব্যাকুল হয়ে তাতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না! শুধু পাণ্ডিত্যে মাহুষকে ভোলাতে পারবে, কিন্তু তাকে পারবে না। - o - “শাস্ত্র, বই, শুধু এ সব তাতে কি হবে ? তার কৃপা না হ’লে কিছু হবে ন, যাতে তার কৃপা হয়, ব্যাকুল হয়ে তার চেষ্টা করে । কৃপা হ’লে তার দর্শন হবে। তিনি তোমাদের সঙ্গে কথা কইবেন।” . . . . . " S >