পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bペ ঐশ্রীরামকৃষ্ণকথামৃত । ১৮৮৪,২৬ অক্টোবর। SAASASAAA AAAA AAAAeeMAAA AAAA AAAAeAeAAASAAAS SMSMSAeAMSMAMAMMMAMMMMMSASMSMMAMAMMMeMeeAMMMASAM Aee eeeMSASAMMAeMMAAAA লাল স্বরকার উদ্যানপথ। সেই পথে ঠাকুর পূর্বদিক হইয়া যাইতেছেন । পথে খাজাঞ্চী দাড়াইয়াছিলেন, ঠাকুরকে প্রণাম করিলেন। দক্ষিণে উঠানের কটক রহিল ; সেখানে শ্মশ্রুবিশিষ্ট দৌবারিকগণ বসিয়াছিল। বামে কুঠি । " তৎপরে পথের দুই দিকে কুসুম বৃক্ষ —অদূরে পথের ঠিক দক্ষিণ দিকে গাজিতলা ও মা কালীর পুষ্কণীর সোপানাবলি-শোভিত ঘাট। ক্রমে পূৰ্ব্বদ্বার, বামদিকে দ্বারবানদের ঘর ও দক্ষিণে তুলসী মঞ্চ । উদ্যানের বাহিরে আসিয়া দেখেন, যদুমল্লিকের বাগানের ফটকের কাছে হৃদয় দণ্ডায়মান । দ্বিতীয় পরিচ্ছেদ। সেবকসন্নিকটে । ] হৃদয় কৃতাঞ্জলিপুটে দণ্ডায়মান। দর্শনমাত্র রাজপথের উপর দণ্ডের ন্যায় নিপতিত হইলেন। ঠাকুর উঠিতে বলিলেন । হৃদয় আবার হাত জোড় করিয়া বালকের মত কঁাদিতে লাগিলেন। কি আশ্চৰ্য্য ! ঠাকুর ত্রীরামকৃষ্ণও কাদিতেছেন। চক্ষের কোণে কয়েক কোটা জল দেখা দিল । তিনি অশ্রুবারি হাত দিয়া মুছিয়া ফেলিলেন—যেন চক্ষে জল পড়ে নাই। একি ! যে হৃদয় তাকে কত যন্ত্রণ দিয়াছিল, তার জন্য ছুটে এসেছেন । আর কাদছেন! জরামকৃষ্ণ। এখন যে এলি ? হৃদয় (কাদিতে কাদিতে ) ৷ তোমার সঙ্গে দেখা ক’ৰ্ত্তে এলাম। আমার দুঃখ আর কার কাছে ব’লবো ? ● - শ্রীরামকৃষ্ণ (সাত্বনাৰ্থ, সহাস্তে ) । সংসারে এইরূপ দুঃখ আছে। সংসার ক’ৰ্ত্তে গেলেই মুখ দুঃখ আছে । ( মাষ্টারকে দেখাইয়া ) এর এক এক বার তাই আসে ; এসে ঈশ্বরীয় কথা দুটাে শুনলে মনে শান্তি হয়। - শ্রীরামকৃষ্ণ । তোর কিসের দুঃখ ? یہ ، " ۔ হৃদয় । ( কাদিতে কঁাদিতে ) আপনার সঙ্গ ছাড়া, তাই দুঃখ ? শ্রীরামকৃষ্ণ । তুই তো বলেছিলি, “তোমার ভাব তোমাতে থাক, আমার ভাৰ আমাতে থাক! ..عن عهد হৃদয়। ই তাতে বলেছিলাম—আমি কি জানি ? ஒய + কুঠি-বৈঠকখালা ; জাগে এখানে নীল কুঠি ছিল।