পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শু্যামপুকুর বাটী। ঈশান,ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে। ২৪৩ _ * ডাক্তার ( ভক্তদের প্রতি ) । গরুর কিন্তু যা তা খেয়ে খুব দুধ হওয়া ভাল নয়। আমার একটা গরুকে ঐ রকম যা তা খেতে দিত। শেষে আমার ভারী ব্যারাম। তখন ভাব লুম, এর কারণ কি ? অনেক অনুসন্ধান ক’রে টের পেলুম, গরু খুদ, আরো কি কি, খেয়েছিল। তখন মহা মুস্কিল ! লক্ষ্মেী যেতে হোলো ! শেষে বার হাজার টাকা খরচ ! ( সকলের হো হো করিয়া হাস্ত্য )। “কিসে কি হয় বলা যায় না। পাকপাড়ার বাবুদের বাড়ীতে সাত মাসের মেয়ের অস্থখ ক’রেছিল—ঘুঙড়ী কাশী ( whooping-cough ) ! আমি দেখতে গি’ছিলাম। কিছুতেই অসুখের কারণ ঠিক ক'ত্তে পারি নাই। শেষে জানতে পাল্লুম, গাধা ভিজেছিল ; যে গাধার দুধ সেই মেয়েট খেতে । ( সকলের হাস্ত ) ৷ শ্রীরামকৃষ্ণ ( ভক্তদের প্রতি ) ৷ কি বলে গো ! তেঁতুলতলায় আমার গাড়ী গিছিলো, তাই আমার অম্বল হ’য়েছে ! ( ডাক্তারের ও সকলের হাস্য )। ডাক্তার ( হাসিতে হাসিতে ) ৷ জাহাজের কাপ্তেনের বড় মাথা ধরেছিল। তা ডাক্তারের পরামর্শ ক’রে জাহাজের গায়ে বেলেস্তারা (blister ) লাগিয়ে দিল । ( সকলের হাস্ত ) ৷ 一拳 来源 来源 事 সাধুসঙ্গ ও ভোগবিলাসত্যাগ। ] শ্রীরামকৃষ্ণ ( ডাক্তারের প্রতি ) ৷ সাধুসঙ্গ সৰ্ব্বদাই দরকার। রোগ লেগেই আছে। সাধুরা যা বলেন, সেইরূপ ক’ত্তে হয় । শুধু শুনলে কি হবে ? ঔষধ খেতে হবে,—আবার আহারের কট্‌কেনা ক’ত্তে হবে । পথ্যের দর কার । ডাক্তার। পথ্যতেই সারে । শ্রীরামকৃষ্ণ। বৈদ্য তিন প্রকার ; উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য । যে বৈদ্য এসে নাড়ী টিপে ঔষধ থেও হে? এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য—রোগী খেলে কি না, এ খবর সে লয় না। আর যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক ক’রে বুঝায়—যে মিষ্ট কথাতে বলে, ‘ওহে ! ঔষধ না খেলে, কেমন ক’রে ভাল হবে ? লক্ষ্মীট খাও, আমি নিজে ঔষধ মেড়ে দিচ্ছি : খাও,—সে মধ্যম বৈষ্ঠ। আর যে বৈদ্য, রোগী কোন মতে খেলে না দেখে, বুকে হাটু দিয়ে জোর ক’রে ঔষধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য । -