পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শু্যামপুকুর বাট । সরকার, গিরীশ প্রভৃতি ভক্ত সঙ্গে। ২৫৯ جیمی» هم به همین ناحیه به عی ۹ ইয়ত্তা নাই—সকলের সঙ্গেই কথা কহিতেছেন, কিসে তাহাদের মঙ্গল হয়। শেষে ডাক্তারেরা, বিশেষতঃ ডাক্তার সরকার, কথা কহিতে একবারে নিষেধ । করিলেন । কিন্তু ডাক্তার নিজে ৬ ঘণ্টা ৭ ঘণ্টা করিয়া থাকেন। তিনি বলেন, ‘আর কাহারে সহিত কথা কহা হবে না, কেবল আমার সঙ্গে কথা কহিবে ।” - শ্রীরামকৃষ্ণের কথামৃত পান করিয়া ডাক্তার একবারে মুগ্ধ হইয়াছেন। তাই এতক্ষণ ধরিয়া বসিয়া থাকেন । বেলা দশটার সময় ডাক্তারকে সংবাদ দিবার জন্য মষ্টার যাইবেন, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত কথাবাৰ্ত্ত হইতেছে । শ্রীরামকৃষ্ণ ( মাষ্টারের প্রতি ) । অসুখটা খুব হালকা হয়েছে। খুব ভাল আছি । আচ্ছা, তবে ঔষধে কি এরূপ হ’য়েছে ? তাহলে ঐ ঔষধটা খাই না কেন ? - মাষ্টার । আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তাকে সব ব’লবে, তিনি যা ভাল হয়, তাই বলবেন। - শ্রীরামকৃষ্ণ । দেখ, পূর্ণ * দুই তিন দিন আসে নাই,বড় মন কেমন ক’চ্চে। মাষ্টার ( কালীর প্রতি )। কালী বাবু, তুমি যাও না পূর্ণকে ডাকৃতে । কালী । এই যাব । o শ্রীরামকৃষ্ণ ( মাষ্টারের প্রতি )। ডাক্তারের ছেলেট বেশ । একবার আসতে বোলে । summumflmanna দ্বিতীয় পরিচ্ছেদ। [ মাষ্টার ও ডাক্তার সংবাদ । ] মাষ্টার ডাক্তারের বাড়ী উপস্থিত হইয়া দেখিলেন, ডাক্তার দুই একজন বন্ধু সঙ্গে বসিয়া আছেন । ডাক্তার (মাষ্টারের প্রতি )। এই এক মিনিট হ’লো তোমার কথা ক’চ্ছিলাম। দশটায় আসবে ব’লে, দেড়ঘণ্ট বসে। ভাবলুম, কেমন আছেন, কি হ’লে । -

  • ঐযুক্ত পূর্ণচন্দ্র, বয়স ১৪১৫ বৎসর, তখন স্কুলে পড়িতেন । ঠাকুর স্ত্রীরামকৃষ্ণ র্তাহাকে বড় ভালবাসিতেন। ঠাকুরের আর একটি অন্তরঙ্গ । -