পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

83 . . . ক্রীরামকৃষ্ণকথামৃত | [ ১৮৮২,২৭ অক্টোবর । AeeAM AAAAA “সত্য বলছি, তোমরা সংসার ক’বৃছে, এতে দোষ নাই। তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে । তা না হ’লে হবে না। এক হাতে কৰ্ম্ম করে, জার এক হাতে ঈশ্বরকে ধ’রে থাকে। কৰ্ম্ম শেষ হ’লে দুই হাতে । ঈশ্বরকে ধরবে । - “মন নিয়ে কথা মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙ্গে ছোপাবে, সেই রঙ্গে ছুপ বে। যেমন ধোপাঘরের কাপড় । লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙ্গে ছোপাও সবুজ। যে রঙ্গে ছোপা ও সেই রঙ্গেই ছুপ বে। দেখন, যদি একটু ইংরাজী পড়, তো অমনি মুখে ইংরাজী কথা এসে পড়ে। ফুটফাট ইট্‌মিট্‌ ! ( সকলের হাস্য । ) আবার পায়ে বুটজুতা , শিষ দিয়ে গান করা ; এই সব এসে জুটুবে ! আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে, তা হ’লে অমনি শোলোক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখে, তে সেই রকম কথাবাৰ্ত্তা, চিস্তা, হ’য়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো, তাহ হ’লে ঈশ্বর চিন্ত, হরিকথ, এই সব হবে। “মন নিয়েই সব । এক পাশে পরিবার, এক পাশে সস্তান ; একজনকে এক ভাবে, সস্তানকে আর এক ভাবে, আদর করে । কিন্তু একই মন । 学 शर्छ अन्जिट्घ्छ्न् । সৰ্ব্বধৰ্ম্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ । । অহং ত্বাং সৰ্ব্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ । গীত। ১৮,৬৬। i খৃষ্টধৰ্ম্ম, ব্রাহ্মসমাজ ও পাপবাদ । ] - শ্রীরামকৃষ্ণ ( ব্রাহ্মভক্তদের প্রতি ) ৷ মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত । । আমি মুক্ত পুরুষ ; সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার রন্ধন কি ? আমি ঈশ্বরের সন্তান ; রাজাধিরাজের ছেলে ; আমায় আবার বাধে কে ? যদি সাপে কামড়ায়, বিষ নাই জোর করে বল্পে বিষ ছেড়ে যায়! তেমনি, “আমি বন্ধ নই, আমি মুক্ত, এই কথাটা রোক ক’রে বলতে বলতে তাই হয়ে যায় । মুক্তই হয়ে যায়। - . . . . - “শ্ৰীষ্টানদের একখানা বই একজন দিলে। আমি পড়ে শুনাতে ব’ললুম। ভাতে কেবল পাপ আর ‘পাপ । .. * , i. MMAe eAMMeeMAMAMeeMAMAAAA