পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য షిణ(t হয় তাহীতে ভাস্করের জয় শ্রবণে আমরা অত্যন্ত আহলাদিত হইয়াছি এবং আশ্বাস করি যে উক্ত রাজা রাজশাসন কৰ্ত্তারদিগের আজ্ঞা লঙ্ঘন হেতু বিলক্ষণরূপে দণ্ডনীয় হইয়াছেন নতুবা অপরাপর অবাধ্য মফঃস্বলস্থ কুরাত্মারা সততই রাজাজ্ঞালঙ্ঘন করিবে অতএব যাহাতে উচিত মতে বিহিত হয় তাহা কোর্টের কৰ্ত্তব্য হইয়াছে এবং এই মোকদ্দমা সুপ্রিমকোর্টে কিরূপে নিম্পত্তি হয় তাহ দেখিলে পরে এতাবদ্বিষয়ে যথেষ্ট লিখিব । [ জ্ঞানান্বেষণ ] ( ১৪ মার্চ ১৮৪০ । ২ চৈত্র ১২৪৬ ) ভাস্কর সম্পাদক —ভাস্কর সম্পাদকের ব্যাপারের বিষয়ে লোকের অমুরাগ নিবৃত্তি প্রায় হইয়া আসিতেছে । তিনি রাজ রাজনারায়ণ রায় কতৃক আর কএদ নহেন এমত সকলেরই নিশ্চয় হইয়াছে । অতএব সকলই জিজ্ঞাসা করেন যে তিনি যদি মুক্ত আছেন তবে আর কিনিমিত্ত দেখা দেন না । অনেকে অল্পমান করেন যে তিনি এইক্ষণে আপনাকে গোপনে রাখিতেছেন অতএব যদ্যপি ইহা সমূলক হয় তবে তাহার প্রতি লোকের যে করুণ। হইয়াছিল এইক্ষণে তৎপরিবর্তে ঘৃণা জন্মিবে। ( ২৭ এপ্রিল ১৮৩৯ , ১৫ বৈশাখ ১২৪৬ ) ১২৪৫ সালের বর্ষফল । • - জ্যৈষ্ঠ ...শ্ৰীযুত গ্রেতম সাহেবকত্ত্বক ইষ্টইণ্ডিয়া পুলিটিকেল নামক এক সপ্তাহিক সম্বাদ পত্র প্রকাশ পায় । - ভাদ্র । সংবাদ অরুণোদয় নামে এক বাঙ্গালা প্রত্যাহিক পত্র প্রচার হওনের কল্পনা । আশ্বিন ।...মুর্শিদাবাদে ইঙ্গরাজী সম্বাদ পত্র প্রকাশ হয় । পৌষ । সংবাদ পূর্ণচন্দ্রোদয় পত্রের শ্ৰীবৃদ্ধি হয় এবং তৎসম্পাদন কাৰ্য্যে শ্ৰীউদয়চন্দ্র আঢ্যের নাম প্রকাশ হয়—সংবাদ দিবাকর প্রকাশ হয় । —সংবাদ সৌদামিনী প্রকাশ হয় । চৈত্র । সংবাদ ভাস্কর নামে এক অতি মনোরম সপ্তাহিক সংবাদ পত্র প্রকাশ হয় ।.সংবাদ পূর্ণচন্দ্রোদয় । ( ১৫ জুন ১৮৩৯ । ২ আষাঢ় ১২৪৬ ) বহু কালাবধি বহুকষ্ট শ্রেষ্ঠে অর্থাভাবে সপ্তাহিক বঙ্গদূত নাম এক পত্র মৃতপ্রায় হইয়াছিল তাহাতে প্রায় সকলে বিস্মৃত হইয়াছিলেন কিন্তু সম্প্রতি সে মুত কল্প পত্র ভস্ম উপলক্ষ করিয়া পুনৰ্ব্বার সজীব হইয়াছে আমরা বোধ করি পাঠকবর্গর ইহা জ্ঞাত নহেন। কিন্তু আমরা ঐ সম্পাদকের ঐ নূতন প্রযত্ন বিষয়ে কিছু অল্প আশ্চৰ্য্য জ্ঞান করি না যাহাহউক সৰ্ব্বসাধারণের উপদেশকতারূপ ধৰ্ম্ম যুক্ত সম্পাদকগণ মধ্যে আমরা তাহাকে গণনা করি এবং সতত এই বাঞ্ছা করি যে ঐ পত্র স্বচ্ছন্দে চিরঞ্জীবি হইয়া থাকুন। যদ্যপি উক্ত সম্পাদক উক্ত