পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ وی a d সদগুণের উদ্যানের ধনবিতরণ সৰ্ব্বাপেক্ষা উত্তম স্থশোভক পুষ্প অতএব দীন দুঃখি লোকেরদের বিষয় আমরা যেন কখন বিস্মৃত না হই –পত্রপ্রেরকের স্থানে প্রাপ্ত । ( ১৭ মে ১৮৩৪ । ৫ জ্যৈষ্ঠ ১২৪১ ) দিগ্নিক্ত চারিটাবল সোসৈটি —এই বহুমূল্য সমাজের দ্বার। কলিকাতাস্থ ভূরি২ দরিদ্র লোক উপকার পাইয়াছে ও অদ্যাপি পাইতেছে এইক্ষণে তৎসাহায্যার্থ সাধারণ লোকের প্রতি ঐ সমাজস্থেরদের পুনৰ্ব্বার প্রার্থনা করিতে হইয়াছে। শুনিয়া অত্যন্তাপ্যায়িত হইলাম যে বিলক্ষণরূপই তাহারদের সাহায্য হইয়াছে । ৪৬০০ টাকা অদ্যপর্য্যস্ত প্রদত্ত হইয়াছে এবং বার্ষিক ৯১৬ টাকা এবং মাসিক ৪৪ টাকা করিয়া প্রদানার্থ সহী হইয়াছে । স্বাক্ষরকারিরদের মধ্যে শ্ৰীমতী লেডি উলিয়ম বেন্টাঙ্কের নাম বিরাজমান তিনি এককালে ৫০০ টাকা প্রদান করিয়াছেন । এতদেশীয় মহাশয়েরদের মধ্যে নীচে লিপিত নামসকল छूछे छ्झेल । বাবু বিশ্বম্ভর সেন to o to & о о – রামকৃষ্ণ মিত্র * * * & a — দ্বারকানাথ ঠাকুর - - - У a o -- মদনমোহন আঢ্য & - - У о о — রামকমল সেন - - & r — প্রসন্নকুমার ঠাকুর . - - - & o — রমানাথ ঠাকুর - - - ( o — গোবিন্দচন্দ্র ধর - - - 6. с. – মাধব দত্ত a * * \Φ & — কালীশঙ্কর পালিত - - - ર (t — হরিশ্চন্দ্র বস্থ * * * 2 & ( ৭ মে ১৮৩৬ । ২৬ বৈশাখ ১২৪৩ ) দিস্ত্রিজ্ঞ চারিটেবল সোসৈটি —শ্ৰীযুত বাবু কাশী প্রসাদ ঘোষের পত্রদ্বারা অবগত হওয়া গেল যে হিন্দু কলেজদশক শ্ৰীযুত এচ উইলসন সাহেবকে প্রদানার্থ রূপার গাড়ু ও আবেদন পত্র প্রস্তুতকরিতে উপযুক্ত খরচবাদে অবশিষ্ট যে ১৫৭ টাকা আছে তাহ অধিকাংশ স্বাক্ষরকারিদের সম্মতিক্রমে দিস্থিত্ত চারিটেবল সোসৈটিতে প্রদান করা যাইবেক । কিন্তু কএক বৎসরাবধি কিনিমিত্ত এবিষয় সম্পাদন স্থগিত আছে আমরা জ্ঞাত নহি যেহেতুক অনেকদিবস তদ্বিষয়ে সকলের সম্মতি হইয়াছে তবে কেন বিলম্ব হইতেছে ইহার প্রকৃত কারণ কিছু দৃষ্ট হয় না । ○。