পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালী সাহিত্য br8 রচনা করেন। ভারতচন্দ্রের পরে প্রাণারাম চক্রবর্তী ও অপর দুই একজন কবি বিদ্যাসুন্দর লিখিয়াছিলেন। মাত্র ইহঁারাই যে বিদ্যামুন্দর লিখিয়াছিলেন এমন নহে, খুব সম্ভব কঙ্ক কবির পূর্বেও আরও কয়েকখানি কাব্য লিখিত হইয়াছিল । অনুসন্ধান করিলে আরও অনেক বিদ্যাসুন্দর পাওয়া যাইবার কথা—ভারতচন্দ্রের বিদ্যাসুন্দরই সর্বশ্রেষ্ঠ। তাহার বর্ণিত গল্পটি এইরূপ — গুণবন্ধু রাজার পুত্র সুন্দর বদ্ধমানাধিপতি বীরসিংহ রায়ের কন্যা বিদ্যার রূপ গুণের কথা শুনিয়া এবং তাহার ছবি দেখিয়া নিতান্ত মুগ্ধ হন, এবং নিজের পরিচয় গোপন করিয়া বর্ধমানে আসিয়া বিদ্যার সন্ধানে ঘুরিতে থাকেন। বিদ্যার এই পণ ছিল, যিনি র্তাহাকে বিচারে জয় করিতে পারিবেন, ইনি তাহাকেই স্বামী বলিয়৷ গ্রহণ করিবেন,—বৰ্দ্ধমানে রাজবাড়ীর মালিনী হীরার বাড়ীতে মুন্দর বাস করিতে লাগিলেন এবং কালীদেবীর বরে সিদকাঠির দ্বারা একটা সুড়ঙ্গ কাটিয়া বিদ্যার মন্দিরে উপস্থিত হন, তথায় বিচারে পরাস্ত করিয়া গন্ধৰ্ব্ব মতে বিদ্যাকে বিবাহ করেন। এই ঘটনা প্রকাশ পাইল, রাজা কোটালের উপর খুব