পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ হত্যের আদিযুগ ও পরযুগ আমরা পূর্বের পরিচ্ছেদে যে সকল কাব্যের কথ লিখিয়াছি--তৎসম্বন্ধে একটা বিষয় লক্ষ্য করিবার আছে। ঐ সমস্ত কাব্যই হিন্দুধর্মের নূতন আকার ধারণ করিয়া এই দেশে প্রভাব বিস্তার করিবার পূৰ্ব্বে লিখিত হইতে আরম্ভ হইয়াছিল। মুসলমান রাজত্ব আরম্ভ হয় ১৩০০ খৃষ্টাব্দের পর। হিন্দু-জনসাধারণের উপর এই সময় হইতে বৌদ্ধধর্মের প্রভাব দূৰ হয় এবং নূতন হিন্দুধয়ের অধিকারের আরম্ভ হয়। যতগুলি কাব্যের কথা বলা হইয়াছে, সবগুলিরই আরম্ভ মুসলমান অধিকারের পূৰ্ব্বে । कोशी इश्ख् िबाश्रु ७क कति हेक्लायौ s००० সালের কাছাকাছি সময়ে একখানি মনসা মঙ্গল লিখিয়া ছিলেন, তাছা বলা হইয়াছে। কিন্তু কাণ হরিদত্তের পূর্বেও “মনসামঙ্গল" ছিল বলিয়া মনে হয়। বাঙ্গাল