পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য Ꮌ☾Ꮼ “প্রস্থ কহে যে জন ডোমের অন্ন খায়। হরিভক্তি হরি সেই পায় সৰ্ব্বদায় ॥” অর্থাৎ ডোমকে তুমি কুকুরের মত গণ্য কর, এই ঘুণ মন হইতে যতদিন দূর করিতে ন পারিবে, ততদিন তোমার হরিভক্তি লাভ করা চুরাশা। তিনি সেবা-ধৰ্ম্মের গুণ কীৰ্ত্তন করিয়া গিয়াছেন,— গঙ্গার ঘাটে কাহারও সাজি নিজে মাথায় করিয়া মুটের মতন বহন করিয়া আনিয়া দিয়াছেন, কাহারও ভিজা কাপড় নিংড়াইয়া দিয়াছেন, কাহারও পা ধুইয়া দিয়াছেন । তিনি ব্রাহ্মণ, এই জন্য দাতে জিভ কাটিয়া যদি কেহ বাধা দিতে যাইতেন, তখন তিনি বলিতেন ভোমাদিগকে সেবা করিলে হরিভক্তি লাভ হয়— আমাকে বাধা দিও না । পুরীতে একবার বহুলোক একত্র হইয়া বিষ্ণুমন্দির পরিষ্কার করিয়াছিলেন, দেখা গেল যে, উপবাসে ক্ষীণ-দেহ চৈতন্তের বোঝাই সকলের অপেক্ষ বড়। মুন্নাগ্রামে তিনি একটি দরিজ নিরন্থ বুড়ীর জঙ্ক ভিক্ষা করিয়া কাপড় সংগ্ৰহ করিয়াছিলেন। যখন তিনি হরিনাম করিতে থাকিতেন, তখন ষেন স্বর্গ পৃথিবীর কাছে আসিয়া দাড়াইত । জগাই,মাৰাই, ভাঙ্গ