পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ర(t বাঙ্গালা গদ্য কিরূপ শিখিয়াছিল, তারপর মুন্সীর কাছে ফারসীর কিরূপ পাঠ পাইয়াছিল এবং শেষে এক্স, পিণ্ড, ডিকুশ প্রভৃতি সাহেবদের ইংরেজী বুল কি ভাবে আওড়াইয়াছিল, এই সকল বিবরণ কৌতুকের সমুদ্র-বিশেষ । প্রথম শৰ্ম্ম "বাবু-বিলাসের” পরে "বিবি-বিলাস" নামে দিগের আদর পাওয়া—বানর ছেলেগুলির উপর কষাঘাত দিয়াছেন, দ্বিতীয় বইখানিতে আবার নূতনতন্ত্রের মেয়েদের উপর খুব বিক্রপের বাণ মারিয়াছেন । “বাবুবিলাস” প্রকাশের ত্রিশ বৎসর পরে প্যারীচঁাদ মিত্র মহাশয় টেকচাদ ঠাকুর নাম দিয়া "আলালের ঘরের ছলাল" নামক পুস্তক প্রকাশিত করিতে আরম্ভ করেন। আলালের ঘরের তুলাল” নব বাবু-বিলাসের একখানি নকল। বাবু-বিলাসের ঠাট্টাগুলি অতি অল্প কথায় চোখ চোখ বাণের মত তীক্ষ্ণ হইয়াছে, টেকচাদ ঠাকুর অনেক সময় কথা ফেনাইয়া বড় করিয়াছেন। সে যাহা হউক টেকচাদের রহস্ত-ভাণ্ডারও কম নহে, তিনি “জালালের ঘরের স্থলালে’খুব শক্তির পরিচয় দিয়াছেন, সাহেবের জালালের ঘরের হলালের অজস্র