পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালা গদ্য >

(t “রেতে মশা দিনে মাছি । এই নিয়ে ভাই কলকতায় আছি।” ইহার পরিহাস শক্তির প্রশংসা এককালে সকলেরই মুখে মুখে শোনা যাঠত। এখনকার দিনে রুচি পরি: বৰ্ত্তনের সঙ্গে সঙ্গে আমরা তাহার রসিকতা আর সেরূপ উচ্চ হাস্যের সঙ্গে উপভোগ করিতে পারি না, যেরূপ ভাবে আমাদের ঠাকুরদাদারা করিতেন । কিন্তু তবু মাঝে মাঝে এখনও সেগুলি নেহাৎ মন্দ মনে হয় না । বিধবা-বিবাহের আইনের সম্বন্ধে ঠাট্ট। করিয়া তিনি লিখিয়াছিলেন--- “সকলেই এইভাবে বলাবলি করে । ছুড়ির কল্যাণে যেন বুড়ি নাহি তরে । শরীর পড়েছে বুলি চুলগুলি পাকা । কে ধরাবে মাছ তারে কে পরাবে শাখা ॥” ঈশ্বর গুপ্তের প্রভাকর পত্রিকা এক সময়ে বাঙ্গলা দেশের মুখ পত্র ছিল। ঈশ্বর গুপ্ত এই দেশের সাহিত্যক্ষেত্রে তখন মহারথ ছিলেন । স্বয়ং বঙ্কিমচন্দ্র তাঙ্কার