পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ○ চণ্ডীমঙ্গল বাড়ী ফিরিয়া দেখিল এক অপূৰ্ব্ব মুন্দরী কন্যা, তার গায়ে ভরা গয়ন, তিনি কুঁড়ে ঘরের হুয়ারে দাড়াইয়া আছেন । ফুল্লরা তাহাকে অনেক ভাবে বুঝাইল যে তার মত বড় লোকের মেয়ের ব্যাধের ঘরে থাকা উচিত নয় । কিন্তু দেবী বলিলেন, তিনি সেইখানেই থাকিবেন। তখন ফুল্লর তাহাকে একে একে তার বারমাসের কষ্ট বুঝাইতে লাগিল –এই কষ্ট্রের মধ্যে তিনি কি করিয়া থাকিতে পারেন ? দেবী বলিলেন, তিনি তাহাদের সকল দুঃখ দূর করিবেন। তখন ফুল্লরার স্বামীর উপর সন্দেহ হইল। স্বামীর ভালবাসার গৰ্ব্বে সে সকল দুঃখ খড় কুটার মত গণ্য করিয়াছিল, স্বামীর প্রেম হইতে পাছে বঞ্চিত হয়—সেই আশঙ্কায় তাহার মুখ এতটুকু হইয়া গেল। তার পর যখন দেবী বলিলেন, “তোমার স্বামী আমাকে তাহার গুণে বাধিয়া আনিয়াছে” তখন সে আর সহ করিতে পারিল না ;—দেবী গুণ অর্থ ধন্থগুণ বুঝাইয়াছিলেন, কিন্তু ফুল্পর অন্তরূপ বুঝিল । সে ভাfবল এই স্ত্রীলোকটি তাহার স্বামীর গুণে অম্বুরক্ত হইয়াছে। সে কাদিতে কঁাদিতে বাজারে যাইয়া স্বামীর সঙ্গে দেখা করিল। কালকেতু মিথ্যা সন্দেহে রাগিয়া