পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‹oማ সূর্ঘ্যের গান আর একজন বলিল,-“রক্তবর্ণ।” তাহাও হইল না, আর একজন বলিল,—“পান খেয়ে যে ঠোট লাল হয়, এ সেই বর্ণ।” সকলের কথাই ঠিক। যখন সূৰ্য্যদেব প্রথম উঠেন, তখন চোখ দুটি যেন জবা ফুলের মত রাঙ্গাইয়া চাহিতে থাকেন। যাহারা পানের লাল, রক্তের লাল, আর জবার লাল দিয়া তাহাকে বুঝাইতে চাহিলেন, তাহারা সবটুকু বুঝাইতে পারিলেন না। কারণ র্তার রঙ্গের মধ্যে একটু তাপ আছে, এইজন্য “আগুন বর্ণ” বলিয়া একজন সেই কথাটা ভাল করিয়া বুঝাইয়া দিলেন । তারপরে সূর্য্যের আভিষেক,–চন্দনের বাটী লইয়া মা আসিয়াছেন, র্কাসর, করতাল ও শাখ ' বাজাইয়া পাড়াপড়সীরা সূর্য্যের ঘুম ভাঙ্গাইতেছেন । এ সকল কবিতায়, যে ঠাকুর শত শত যোজন দূরে, র্তাকে যেন ভক্ত কবি একেবারে ঘরের আঙ্গিনার কোণে আনিয়া দাড় করাইয়াছেন। এইজন্য কবিতাগুলি ভারি মিষ্ট । তারপর সূৰ্য্যঠাকুর যুবক হইয়া দাড়াইলেন। বামুনের মেয়েরা তাদের সাড়ী শুকাইতে দিতেন, কোন