পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালী সাহিত্য 8 R. যদিও রামেশ্বর খুব বেশী পুরাণ কবি নহেন, তবুও তিনি যে অনেকদিনের পুরাণ একটা ছড়াকে নূতন করিয়া সাজাইয়া বই লিখিয়াছিলেন, তাহার সন্দেহ নাই । এক এক জায়গায় ভাষা যে খুব বহুদিনের, তাহা বুঝিতে পারা যায়। এই কাব্যের ভাবগুলি সেই সময়ের, যখন চাষারাই বাঙ্গালা গান বাধিত ও গাহিত । শিবঠাকুর একবারেই ভদ্রঘরের লোকের মতন নহেন ; তিনি দস্তুর মত চাষা ! ইন্দ্রের কাছে বাঘের ছাল ও শূল বাধা দিয়া এক জোড়া বলদ, কয়েক কানি জমি ও হাল প্রভূতি লইয়। চাষের কার্য্যে লাগিয়া গেলেন। র্তাহার চাকরের নাম ছিল ভীম । কাস্তে হাতে আগাছা তুলিয়া ফেলিয়া,জমিটা নিংড়াইয়া শিবঠাকুর চৌকোণা ক্ষেত তৈরী করিয়া—আইল বাধিয়া ফেলিলেন। দলদুৰ্ব্বা, শ্যাম, ত্রিশিরা এবং কেশর প্রভৃতি কতরকম আগাছা সেই ক্ষেত হইতে উঠাইয়া ফেলিলেন।—সেই সকল বুনো লতা ও ঘাসের অনেকগুলির নাম চাষার ছাড়া আর কেহ জ্ঞানে না। ভূমি ভাল করিয়া চৰিয়া ফেলিয়া তাহাতে মহীপাল ‘গোপাল-ভোগ","সেণার ছড়া'প্রভৃতি নানারকমের ধান