পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য \)ზ. অবশেষে মীননাথ গোরক্ষকে চিনিতে পারিলেন, কিন্তু কাতরভাবে বলিলেন,—“গোরক্ষ আমার প্রাণপ্রিয় শিষ্য, তুমি আসিয়াছ সুখী হইলাম, কিন্তু সেও কি সম্ভব ? একশত সুন্দরী আমায় চামর ব্যজন করে,দুধের বর্ণ বিছানায় শুইয়া ঘুমাই, আমার দরজায় শত শত অস্ত্রধারী পাহারা—আমি কি আর বনে জঙ্গলে ঘুরিতে পারিব ?” চারিদিক হইতে সুন্দরী স্ত্রীলোকেরা বলিয়া উঠিল, —“আপনি কি আর ভিক্ষার ঝুলি কাধে করিয়া জঙ্গলে ঘুরিতে পারিবেন ? সোনার থালায় নানাবিধ মিষ্ট খাদ্ধ খাওয়ার পর বনের তেতোফল কি আর গলায় ঢুকিবে? রাত্রে গাছের তলায় শুইয়া থাকিবেন, আপনার পাহার। হইবে, শেয়াল—তারা রাত্রে প্রহরে প্রহরে চীৎকার করিয়া আপনার ঘুম ভাঙ্গাইবে। আপনার সোনার ঝালরযুক্ত রাজছত্ৰ, এই হীরামতি ঝুলানে চাদোয়, এই সোনার খাট ইহার পরিবর্তে আপনাকে শুকনে পাতার উপর শুইয়া থাপড় দিয়া মশা মাছি মারিতে হুইবে । আপনার কখন ক্ষুধা হয়—এই চিন্তা করিয়া শত শত রাণী আপনার খাবার জোগাড় করিয়া সোনার