পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাস্থ্যবিজ্ঞান । سوسو বুদ্ধি বৃত্তির আধার সেরিব্রম (cerebrum), । তৎপন্ন অঙ্গ চালনার আধার সেরি বেলম (cerebellum), 583 °itäsite, 3 g (Spinal cord) a rixácsics casia অব লঙ্গেটা SGLcLLLL LLLLLLLlLLLLLLLLS D DD BDBDD DDSS SDBD DBDBBBB KOLBYS DBBYBBD gBBBS BBEBB পশুরূপে পরিণত করে ।” সুরা অল্প পরিমাণে ষ্টমাকে পাকরস স্রোবিত করে এবং পাকক্রিয়ার সাহায্য করে ; কিন্তু অধিক পরিমাণে ইহা পাকারস নিঃসরণের ও ব্লসের ক্রিয়ার ব্যাঘাত জন্মায়, এবং ষ্টমাকে শ্লেষ্মা উৎপাদন করে। ইহাতে এত অজীর্ণতা জন্মায় যে ৪ দিন পূর্বে ভুক্ত খাদ্য দ্রব্যও অপরিাবৰ্ত্তিত অবস্থায় উদগীরিত হইয়া পড়ে। ক্রমাগতঃ সুরাপানে ক্রনিক গ্যাষ্ট্রাইটস্ হয়, কৈশিকী সমূহের আয়তন বৃদ্ধি হওয়াতে মুখ ও নাসিকা সৰ্ব্বদা রক্তবর্ণ থাকে, পাকক্রিয়া ও দহন ক্রিয়ার হ্রাস হওয়াতে বসার বৃদ্ধি হয় এবং মাংস বাসায় পরিণত হয় ; যকৃত বাসাপূর্ণ এবং বৃদ্ধি প্রাপ্ত হয়, এবং অবশেষে বাসা বিশোষিত হওয়াতে যকৃত সঙ্কচিত ও কঠিন হয় ; যকৃতের কঠিনত্বের দরুন শোখা হয় । কাহারও বা কিডনি বিকারপ্রাপ্ত হওয়াতে সৰ্ব্ব শরীরে শোখা হয়, এবং মুত্রবিষ দেহে অবরুদ্ধ থাকাতে কনভল্যুশন ও মৃত্যু হয় । ফুসফুস প্রভৃতি দেহযন্ত্রও বিকারপ্রাপ্ত হইতে পারে। অপরিমিত সুরা শারীরিক ও মানসিক বল এবং আয়ু ক্ষয় করে, ইনসানিটী উৎপাদন করে, এবং দারিদ্র্য, দস্যতা ও নরহত্যা প্রভৃতি বুদ্ধি করে। অপরিমিত সুরাপায়ী দিগকে লাইফ ইনসিওরেন্স কোম্পানী সভ্য শ্রেণীভুক্ত করেন না। এই কোম্পানীদের তালিকা পাঠে জানা যায়, যাহারা পরিমিত সুরাপান করে তাহাদের অপেক্ষাও স্বরাদ্বেষীদের মৃত্যু সংখ্যা অল্প । সুরাপায়ীর রোগ তাহার সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। সুরাপায়ীর সন্তানেরা নানাপ্রকার কষ্ট ও প্রলোভনে পতিত হয়, তাহাদের শরীর দুর্বল হয়, এবং ইডিয়সি (idiocy), কনভল্যুশন (convulsion) a fief: gi (hysteria) eyfs (sitti artist3 &ërts ficer Sigis a থাকে। অব্যাবস্থিতচিত্ততাবশতঃ তাহারা ভীরু, অবিশ্বাসী ও অকৰ্ম্মণ্য হইয়া পড়ে। সাধারণতঃ ১৫ হইতে ২৫ বৎসর বয়সে তাহাঁদের পানাসক্তি জন্মে । সুপ্রিসিদ্ধ ডাক্তার নৰ্ম্মান কার বলেন মদের দরুন বিলাতে প্ৰতিবৎসর ৪০,০০০ অকাল মৃত্যু হইয়া থাকে এবং ৮০,০০০ সুরাপায়ীর অপঘাতে ও রোগে মৃত্যু হয় । তিনি বলেন মদ্যপানবশতঃ বিলাতে প্ৰতিবৎসর ১,৩০,০০,০০০ এক কোটী ত্ৰিশ লক্ষ টাকার ক্ষতি হইতেছে। এই ত গেল বিলাতে মদ্যপানের অনিষ্টকারিতা সম্বন্ধে ডাক্তার ব্ৰণ্টন ও নৰ্ম্মান কারের মত । এই দেশের পক্ষ্যে ব্যবস্থা কি ? মদ্য দান, পান বা গ্ৰহণ করিবে না, এই