পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> >や স্বাস্থ্যবিজ্ঞান ৷ শক্তি সৰ্ব্বাপেক্ষা অধিক, কার্পাস বস্ত্রের সর্বাপেক্ষা অল্প। ওয়াটারপ্রািফ জলে কিছুমাত্র সিক্ত হয় না । (৩) সচিছদ্রতা-বায়ুর তাপ-পরিচালন শক্তি অল্প । সুতরাং যে বস্ত্রের ছিদ্ৰ দিয়া অধিক পরিমাণে বায়ু প্ৰবেশ করিতে পারে, তন্দ্বারা দেহ-তাপ অধিক রক্ষিত হয় । ফ্ল্যানেলের এই গুণ সৰ্ব্বাপেক্ষা অধিক । (৪) গন্ধাকর্ষণ শক্তি-পিশমের এবং কৃষ্ণবস্ত্রের গন্ধ আকর্ষণ করিবার শক্তি সৰ্ব্বাপেক্ষা অধিক । (৫) সংক্রামক-রোগ-বীজ-আকর্ষণ-শক্তি-এই শক্তি পশমের ও কৃষ্ণ বস্ত্রের সর্বাপেক্ষা অধিক, শ্বেতবস্তু ও কার্পাস বস্ত্রের সর্বাপেক্ষা অল্প । সুতরাং চিকিৎসকদের পক্ষে শ্বেত কার্পােস বস্ত্ৰ পরিধান করা উচিত । এই সমুদয় গুণাগুণ পৰ্য্যালোচনা করিলে ফ্ল্যানেল ব্যবহার করাই উচিত বলিয়া বোধ হয়। চিভাস ও মুর তাহাই বলেন। পার্কস বলেন গ্ৰীষ্মপ্রধানদেশে মেরিনো প্রভৃতি কার্পাস মিশ্রিত বস্ত্ৰ ব্যবহার করা উচিত। কিং বলেন এদেশের পক্ষে সৰ্ব্বদা ব্যবহারের জন্য কার্পাস বস্ত্ৰই উত্তম ; কেবল পরিশ্রান্ত অবস্থায় পশম ব্যবহার করা কীৰ্ত্তব্য । চৰ্ম্মোপরি পশম পরিধান করিতে হইলে পাতলা ফ্ল্যানেল ব্যবহার করা উচিত । বারম্বার পরিবর্তন না। করিলে ফ্রানেল শীঘ্ৰ দূষিত হয়। এদেশের পক্ষে শ্বেত বস্ত্র প্রশস্ত। ASSOSees দ্বিতীয় পরিচ্ছেদ । পরিচ্ছদের গুণাগুণ । কেবল বস্ত্রের গুণাগুণ লক্ষ্য করিলে চলিবে না, পরিচ্ছদ পরিধান প্ৰণালী স্বাস্থ্যকর কিনা তৎপ্রতি বিশেষ দৃষ্টি রাখা কৰ্ত্তব্য। অনেক স্থলে পরিচ্ছদ স্বাস্থ্যকর না হইয়া অনিষ্টকর হয় । “ডমরু-কাঁটি” প্রয়াসিনী বিবিদের ষ্টেস (stays) পরিধান ইহার দৃষ্টান্তস্থল। একদা একজন ষ্টেন্স পরিহিতা