পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভ্যাকৃসিনেশনের লক্ষণ । S8୩ নিবারিণী বিধি প্ৰবৰ্ত্তিত হয়। কিন্তু তখনও ভ্যাকসিনেশন অবশ্য কৰ্ত্তব্য বলিয়া নিৰ্দ্ধারিত হয় নাই। ১৮৮০ সালে কম্পল সারী ভ্যাকসিনেশন আইন (Compulsory Vaccination Act) প্রচলিত হইবার পর ইংরাজী টীকা না। দেওয়া দণ্ডনীয় বলিয়া ধাৰ্য্য হয় । প্রথম টীকা বা প্ৰাইমারী ভ্যাকসিনেশনের লক্ষণ –টাকার দ্বিতীয় কি তৃতীয় দিবসে অস্ত্ৰাঘাতের স্থান কিঞ্চিৎ উন্নত বলিয়া বোধ হয়, এবং মেগনিফাইং গ্লাস দ্বারা পরীক্ষা করিলে ইহার চতুর্দিকে ঈষৎ লাল ভেল। বা এরিওলা (areola) দেখিতে পাওয়া যায়। পঞ্চম বা ষষ্ঠ দিনে একটীি “ভেসিক্ল্য" (vesicle) বা জল দানা স্পষ্টতঃ দেখিতে পাওয়া যায়। সেই দানার মধ্যস্থল নতি এবং পাড় (margin) উন্নত। অষ্টম দিবসে ইহার ভিতরে পরিষ্কার লিম্ফ (lymph) হয়। এই দিবসে ইহার বিকাশ সম্পূর্ণ, আকার গোল এবং বর্ণ মুক্তার ন্যায়। পাড় শক্ত চাকচিক্যবিশিষ্ট এবং চক্রাকার হয় । সপ্তম দিবসের শেষ ভাগে, কিম্বা অষ্টম দিবসের প্রথম ভাগে, দানার চতুর্দিকে লাল এরিওলা পড়িতে থাকে এবং দুই দিন ক্রমশঃ বৃদ্ধিত হয়। এই এরিওলার আকার গোল, এবং ব্যাস ১-৩ ইঞ্চি পরিমিত । নবম বা দশম দিবসে এরিওলার নিম্নস্থ সেলিউলার টিশু অত্যন্ত স্ফীত ও শক্ত হয়। দশম বা একাদশ দিবসে এরিওলার হ্রাস হয় এবং ইহার স্থানে ২৩ টা লাল চক্ৰ দেখা যায়। এই সময় ভেসিকূলের মধ্যস্থল শুষ্ক ও পিঙ্গলবৰ্ণ হইতে থাকে, এবং সমুদয় দানা ক্রমশঃ শুস্ক,সঙ্কচিত ও কৃষ্ণবর্ণ মামড়ীতে পরিণত হইয়া, প্রায় ২১ দিবসে পড়িয়া যায়। দানার স্থানে একটা চিরস্থায়ী দাগ বা সিকেটিক্স (clicatrix) থাকে। ঐ সিকেটিক্স গোলাকার, এবং মধুচক্রের ন্যায় ছিদ্রবিশিষ্ট, কিম্বা করাতের ন্যায় দন্তবিশিষ্ট । পঞ্চম হইতে সপ্তম দিবসের মধ্যে জ্বর হয়, কিন্তু এত অল্প যে অনেক সময় লক্ষিত হয় না ; কিন্তু এরিওলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জ্বরের বৃদ্ধি হয় । সেই সময় শিশু ছটফট করে এবং কখনও কখনও বমি ও তরল বাহ্যে করে। বগলের য়্যাক্সিলারী গ্ল্যাণ্ড (axillary glands) স্ফীত ও বেদনাযুক্ত হইয়া থাকে। কোন কোন শিশুর হস্ত পদে কিম্বা সৰ্ব্বদেহে ক্ষুদ্র ক্ষুদ্র লাইকেন (lichen) বা ভেসিক ől (vesiele) নিৰ্গত হইয়া প্ৰায় সপ্তাহকাল থাকে। Ro