পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জলের কৃমিজাত রোগ । y 9 স্থানে , গলগণ্ড অতিশয় প্রবল। ডাক্তার উইলসন বিশেষরূপে পরীক্ষা করিয়া দেখিয়াছেন তথাকার জল আতি বিশুদ্ধ । (৫) চৰ্ম্মরোগাদি। দুষিত জল দিল্লীস্ফোটক (Delhi boil) এবং ভারত সীমান্ত ক্ষতের (frontier ulcer) *F3o বলিয়া নির্দিষ্ট হইয়াছে। লুইস ও কানিংহাম বলেন দিল্লী জলের “কাঠিন্য” এবং সলটাধিক্য বশতঃ এই রোগ উৎপন্ন হয়। কুপজিলের পরিবর্তে যমুনাজল ব্যবহারের পর হইতে দিল্লী স্ফোটকের হ্রাস হইয়াছে। ফ্রাঙ্কফোর্টে একদা বহুলোক স্ফোটকাইেক্রাস্ত হয়। তথাকার পানীয় জলে হাইড্রোজেন সালফাইড পাওয়া গিয়াছিল। (৬) কৃমিজাত রোগ । বদ্রিয়ো কেফেলাস লেটাস ডিম্বাকারে কিম্বা এস্থি,য়ো(Embryo)অবস্থায় রসিয়া, সুইডেন,পোেলণ্ড ও সুইজাল ও প্রদেশের নদীজলে অবস্থিতি করে। এ দেশে এই কৃমি নাই। যকৃৎ-কৃমি বা ডিষ্টোম হিপেটিকম এস্থি,য়ো অবস্থায় জলে সন্তরণ করে। এই কৃমি মানব যকৃতে কদাচিৎ পাওয়া যায়, কিন্তু রট ( "zoot ) নামক রোগ উৎপাদনা করিয়া অসংখ্য মেষের প্রাণনাশ করে। রাউণ্ড ওয়ামূর্ব (অক্সিইউরিস্ লন্থি, কয়ডিস) ডিম্বাকারে জলে থাকে। থোড কৃমি কখনও কখনও পানীয় জলের সঙ্গে দেহে প্রবেশ করে। গিনি কৃমি ড়ে, কণ্টায়েসিস নামক রোগ উৎপাদন করে ; সম্ভবতঃ জলে অবগাহন কিম্বা অবতরণ কালে চৰ্ম্ম ভেদ করিয়া সব কুটেনিয়াস সেলিউলার টিসুতে প্ৰবেশ করে। ফেড সেঙ্কো বলেন। ইহারা এস্থি,য়ো অবস্থায় সাইক্লপস (cyclops) নামক জলকীটের দেহে প্ৰবেশ করিয়া বদ্ধিত হয় এবং পানীয় জলের সঙ্গে মনুষ্যদেহে প্ৰবেশ করে । রক্ত-কৃমি বা ফাইলেরিয়া সেঙ্গুইনিস হোমিনিস্, কাইলুরিয়া এবং শ্ৰীপদ (Elephantiasis) রোগ উৎপাদন করে। ডাক্তার ম্যানসন বলেন এই কৃমির এন্বিয়ো কাইলুরিয়া রোগী কিম্বা শ্ৰীপদ রোগী দংশনকারী মশকের উদরে রোগীর রক্তের সহিত প্ৰবেশ করিয়া তথায় বৰ্দ্ধিত হয় । তৎপর সেই মশক পানীয় জলে পতিত হইলে ইহার অঙ্গ নিৰ্গত কৃমি জলের সঙ্গে