পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RWA স্বাস্থ্যবিজ্ঞান । (৪) ফটকিরি। প্ৰক্ষেপন-ফটকিরি দ্বারা জলশোধনের প্রথা বহুকাল হইতে প্ৰচলিত। ক্যালসিয়ম কার্বনেট ক্যালসিয়াম সলফেটে পরিণত হয় । এই ক্যালসিয়াম সলফেট ও য়্যালুমিনাম হাইড়েটি ভাসমান পদাৰ্থ জড়িত হইয়া অধঃস্থ হয় । এক গ্যালন জলে ৬ গ্ৰেণ ফ’টকিরি। প্ৰক্ষেপ করা উচিত । (৫) চুণজল প্ৰক্ষেপন বা পোর্টার ক্লার্ক প্রণালী—চুণ কার্বনিক য়্যাসিডের সঙ্গে মিশ্রিত হইয়া অধঃস্থ হয় । তৎপর পরিষ্কার জল ছাকিয়া লইতে হয়। এই উপায়ে অর্গানিক পদাৰ্থ অনেক পরিমাণে বিদূরিত করা যায় ; কাহার কাহারও মতে ইহাতে লৌহও দূরীভূত হয় । (৬) সোডিয়মৃ কার্বনেট প্ৰক্ষেপন—জল সিদ্ধ করিয়া সোডিয়ম কার্বনেট প্ৰক্ষেপ করিলে চূণ এবং কিয়ৎ পরিমাণে সীসা অধঃস্থ হয়। মেগনেন প্ৰণালী অনুসারে লাইম, সোডিক কার্বনেট এবং ফাটকিরি ffè5 “afÈ-CFC33” (anti-calcaire) চূৰ্ণ প্ৰক্ষেপ করিলে ইহার ফন্টকিরি ংযোগে অর্গানিক পদার্থ অধঃস্থ হয়, এবং সোডিক কার্বনেট সংযোগে চুণ এবং ম্যাগনিসিয়া পৃথক হইয়া পড়ে। (৭) লৌহ ক্ষেপন—বৃদ্ধ সুশ্রুত তপ্ত লৌহ ক্ষেপনের ব্যবস্থা করিয়াছেন। মোড়ক প্রণালী অনুসারে লৌহ তার এবং ম্যাগনেটিক্‌ অক্সাইড অব আয়রণ জলে ডুবাইয়া রাখিতে হয়। এতদ্বারা নাকি অর্গানিক পদার্থ ডিকম্পোজ বা বিশ্লেষিত হয়। কখনও বা ফেরিক অক্সাইডের সঙ্গে অঙ্গার মিশ্রিত হয়। হলণ্ড প্রদেশের কর্দম ও অদ্রবীভূত অর্গানিক পদাৰ্থ মিশ্ৰিত জলে পাক্লোরাইড অব আয়রণ ( এক গ্যালনে ২২ গ্ৰেণ ) প্ৰক্ষেপ করিয়া ইহার উদরাময় উৎপাদন শক্তি বিনাশ করা হইত। আয়রণ পাক্লোরাইডের অকৃসিডাইজ বা দহন করিবার শক্তি অতি প্রবল। য়্যাণ্ডাসার্চ নের প্রণালী অনুসারে স্পঞ্জি আয়রণ বা স্ক্যাপ আয়রণ টুকরা টুকরা করিয়া জলের সঙ্গে খুব নাড়িতে হয়। এই প্রণালীতে কার্বনেট অব আয়রণ উৎপন্ন হয় এবং বায়ুর অক্সিজেন সংযোগে দগ্ধ হইয়া অধঃস্থ হয়। (৮) কণ্ডিস शुझे७ প্ৰক্ষেপন—৩৪ গ্যালন, দুৰ্গন্ধময় ও দূষিত জলে এক একটি-পুনফুল ( tea-spoonful ) Isfèr Ti frĮSĘ KFfÑIGF ফ্লাইড প্রক্ষেপ করিতে হয় এবং ক্রমাগত নাড়িতে হয় । জলের বর্ণ