পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NOba স্বাস্থ্যবিজ্ঞান । thelium), গোল সেল (cell), সুতা, পশম, খাদ্য দ্রব্য, চুল, কাষ্ঠ, কয়লা প্রভৃতির কণা এবং জীবাণু ও উদ্ভিদণু প্রভৃতি পাওয়া যায় । (খ) রোগীর গৃহের বায়ুতে প্রশ্বাসনির্গত পদাৰ্থ ব্যতীত মল কণা, শ্লেষ্মা কণা, রোগ বীজ প্রভৃতি থাকে। এরূপ গৃহে ওঝোন (ozone) থাকে না। ডাক্তার ওয়াটসন নেটলীর যক্ষ্মা ওয়াডের বায়ুতে টিউবার্কল (tubercle) ব্যাসিলাস প্রাপ্ত হইয়াছিলেন। বেকৃওয়েল বসন্ত হাসপাতালের বায়ুতে পুন্য কণা দেখিতে পাইয়াছিলেন। (গ) কল, কারখানা, দোকান প্রভৃতির বায়ুতে লৌহ, দস্তা, প্রস্তর, রং, সুতা, পশম প্রভৃতির কণা থাকে। ২ । বাষ্পীয় পদাৰ্থ । (১), C-কাবন ডায়ক্সাইড, কাবান মনক্সাইড, কাবুরেটেড হাইড়ে,াজেন, এবং সুয়ার গ্যাস । (২) S—সলফার ডায়ক্সাইড, সালফিউরিক্ য়্যাসিড হাইড্রোজেন সালফাইড ও য়্যামোনিয়ম সালফাইড এবং কাবান ডাইসালফাইড । (৩) C1–হাইড়ো ক্লোরিক য়্যাসিড । (৪) N-য়্যামোনিয়া ও য়্যামোনিয়ম, য়্যাসিটেট য়্যামোনিয়া ও য়্যামোনিয়ম সালফাইড ও কবিনেট, এবং নাইটাস ও নাইটিক দ্রাবক। (৫) P–হাইড্রোজেন ফন্স ফাইড (৬) Organic Vapour-অর্গানিক ভোপার-পচনশীল প্রাণিদেহোৎপন্ন এই দুৰ্গন্ধী বাষ্পের উপাদান নির্ণীত হয় নাই। ܓ* ৩ । কাৰ্য্যবিশেষোৎপন্ন ময়লা । (১) প্রশ্বাস দূষিত বায়ুতে কার্বন ডায়ক সাইড জলীয় বাষ্প ও অর্গানিক ম্যাটার থাকে । কাবান ऊशक्नक्षेर्ज्जु-नांdiद्भ१ङः ফুসফুস ও চৰ্ম্ম হইতে ২৪ ঘণ্টায় ১২। হইতে ১৬ ঘন ফুট কাবান ডায়ক্সাইড নিৰ্গত হয়। গৃহাভ্যন্তরস্থ বায়ুর