ব্যবহারকারী আলাপ:Jayantanth: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিসংকলন থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
১৯ নং লাইন: ১৯ নং লাইন:
:পিয়ালের আপলোড করা বই, [https://archive.org/search.php?query=uploader%3A%22piyalkundu%40gmail.com%22&sort=-publicdate এখানে পারেন।]
:পিয়ালের আপলোড করা বই, [https://archive.org/search.php?query=uploader%3A%22piyalkundu%40gmail.com%22&sort=-publicdate এখানে পারেন।]
[[ব্যবহারকারী:Jayantanth|Jayantanth]] ([[ব্যবহারকারী আলাপ:Jayantanth|আলাপ]]) ১০:২১, ১৭ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
[[ব্যবহারকারী:Jayantanth|Jayantanth]] ([[ব্যবহারকারী আলাপ:Jayantanth|আলাপ]]) ১০:২১, ১৭ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
::জয়ন্তদা, বইগুলো কমন্সে আপলোড করতে পারলে আসলেই চমৎকার একটি কাজ হবে। এরপর ধরে ধরে ডিজিটাইজেশন এবং প্রুফরিডের কাজ করা যাবে। আইইজির ফান্ড হলেতো ভাল, না হলেও এটার জন্যে কাজ করার ইচ্ছা আমার আছে। আশা করি সাথে থাকবেন।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ০৩:৪৭, ১৮ নভেম্বর ২০১৩ (ইউটিসি)

০৩:৪৭, ১৮ নভেম্বর ২০১৩ তারিখে সংশোধিত সংস্করণ

প্রিয়, Jayantanth, উইকিসংকলনে স্বাগতম! এই প্রকল্পে আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ; আমরা আশা করি আপনি এই সম্প্রদায় এবং এখানে আপনার কাজে আনন্দ পাবেন। আপনার যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে, সহায়িকা পাতা দেখুন (বিশেষ করে লেখা যোগ এবং উইকিউৎসের রচনাশৈলী) পাতা দুটো। আপনি সম্প্রদায় কে কোন সার্বজনীন কোন প্রশ্ন বা আলোচনা করতে আলোচনা সভা ব্যবহার করতে পারেন। সম্প্রদায়ের প্রবেশদ্বার আপনার কাজের তালিকা দিবে যা দিয়ে আপনি এখানে সাহায্য করতে পারেন। আপনার যদি কোন প্রশ্ন থাকে, তাহলে তা অবলীলায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। --বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৩৪, ২৬ নভেম্বর ২০০৯ (UTC)

কালকূট

প্রিয় জয়ন্ত, উইকিসংকলনে কি কালকূটের (সমরেশ বসু) লেখা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কোন সমস্যা আছে? দয়া করে জানাবেন। -Trinanjon ১১:২৮, ৩ আগস্ট ২০১১ (UTC)

নির্ঘণ্ট এবং ফাইলের বাংলা নাম

জয়ন্তদা, পাতার শিরোনাম বাংলা এবং বাংলায় প্রুফরিডিং টুল কাজ করার জন্য পাতার নাম এবং নির্ঘন্টের নাম বাংলা হওয়া বাঞ্ছনিয়। আমি নির্ঘণ্টের নাম বাংলায় করে দিয়েছি এখন কমন্সে মূল ফাইলকে বাংলা নামে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৩:৩০, ২২ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

অনুগ্রহ করে File:Banga_Bhashar_Itihas_(History_of_Bengali_Language).pdf কে বাংলা "বঙ্গভাষার ইতিহাস" নামে স্থানান্তর করুন। এছাড়া পরবর্তী ফাইলগুলো শুধু বইয়ের নামে বাংলায় আপলোড করার অনুরোধ রাখছি। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:১১, ২৪ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ইংরেজি নীতিমালা

জয়ন্তদা, খেয়াল করছি আপনি ইংরেজি উইকিসোর্স থেকে নীতিমালা পাতা বাংলা উইকিসংকলনে আনছেন। বাংলা উইকিসংকলনে নীতিমালা প্রয়োজন, এ কাজে এগিয়ে আসার জন্য অশেষ ধন্যবাদ, কিন্তু প্রয়োজনটা ইংরেজি উইকিসোর্সের মতন নয়, কারণ উইকিসংকলন এখনও এতোটা পরিপক্ক নয়। অনুরোধ থাকবে এই নীতিমালার কচকচানি যেন বাংলা উইকিপিডিয়ার মতন না হয়। হুবুহু ইংরেজি নীতিমালার পাতা এখানে ইম্পোর্ট না করে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বাংলায় উইকিসংকলনে দেওয়ার বিনীত নিবেদন রইল। বাংলা উইকিপিডিয়ায় নীতিমালার নামে এমন অনেক ইংরেজি পাতা ইম্পোর্ট করা হয়েছিল যা কখনও বাংলা করা হয় নাই। আশা করি নিবেদনটি আমলে নিবেন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:১৫, ১৬ নভেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ বেলায়েত ভাই, হ্যা আপনি যে বিষয়টি বলেছেন একদম ঠিক, আমি কেবল মাত্র কিছু মৌলিক নীতিমালা অনুবাদ করার চেষ্টা করছি, যা নতুন্দের সাহায্য করবে। আর এখান কার নীতিমালা উইকিপিডিয়ার মত তেমন বড় নয়। আশা আপনিও লক্ষ্য করেছেন, প্রুফরিড চালু হবার পর সব উইকিসোর্সেই কিছু নীতি পরিবর্তিত হয়েছে, সেটা আমাদের এখানেও মান্য করা প্রয়োজন, এছাড়া কপিরাইট সংক্রান্ত কিছু জটিল নিয়ম কানুন দেখছি, ( আমি নিজে শিক্ষা নবিশের দলে রয়েছি, কিছু ভুল করলে বলবেন), আমি ও সেই কপিরাইট নীতিমালাগুলিকে বাংলায় করার জন্যই এগিয়েছি, আর দেখবেন, এখানে আমি বেশি কাজ করছি, দুঃপ্রাপ্য বইগুলিকে আপলোড করছি ধিরে ধিরে, যা প্রুফরিড করতে সাহায্য করবে। Jayantanth (আলাপ) ১০:০৯, ১৭ নভেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
আর একটা কথা, বাংলা উইকিসংকলনের জন্যই আমি এবং , পিয়াল একটি প্রকল্পে কাজ করে চলেছি, আমাদের বাংলা ভাষার অনেক দুঃপ্রাপ্য বইগুলিকে পাওয়া যায় এখানে, ডিজিটাল লাইব্রেরি অব ইন্ডিয়ার অয়েব সাইটে, কিন্ত এর সমস্যা অনেক। এখানে যদি দেখেন দেখবেন এখন প্রায় ২৫০০০+ বই বাংলাতেই প্রাপ্য। কিন্তু অনলাইনে পড়া বা ডাউনলোড করা এক জটিল সমস্যা। তাই এই সব বইকেই আমরা ইন্টারনেট আর্কাভে আপলোড করছি। সাথে সাথে আমাদের কমন্সেও।
ইন্টারনেট আর্কাভে
আমার আপলোড করা বই, এখানে পারেন।
পিয়ালের আপলোড করা বই, এখানে পারেন।

Jayantanth (আলাপ) ১০:২১, ১৭ নভেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

জয়ন্তদা, বইগুলো কমন্সে আপলোড করতে পারলে আসলেই চমৎকার একটি কাজ হবে। এরপর ধরে ধরে ডিজিটাইজেশন এবং প্রুফরিডের কাজ করা যাবে। আইইজির ফান্ড হলেতো ভাল, না হলেও এটার জন্যে কাজ করার ইচ্ছা আমার আছে। আশা করি সাথে থাকবেন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৪৭, ১৮ নভেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]