পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োবিংশ অধ্যায়। 9t চরী। দণ্ডাজ্ঞা—বড়বাজারে সাধারণের সমক্ষে বেত্ৰাঘাত এবং তিন মাস জেল । (৩) কানাই দে। অপরাধ-হিন্দুস্থান ব্যাঙ্ক হইতে মোহর চুরী। ১.ই তারিখ পর্য্যস্ত জেলে থাকিবে। ইহার পর বড়বাজারের দক্ষিণদিকে লইয়া গিয়া, চাবুক মারিতে মারিতে উত্তরদিক পৰ্য্যন্ত লইয়া যাওয়া হইবে। তার পর ১৭৯৬ খ্ৰীঃ অব্দের জুলাই পৰ্য্যন্ত সম্প্রম কারাবাস । (৪) কৃষ্ণমণি বেওয়া । অপরাধ—চুরী। তাহার হাত পোড়াইয়া দিবার আদেশ হইল। তৎপরে কঠিন পরিশ্রমের সহিত তিনমাস জেল। (১৭৯৩ খৃঃ অন্ধ ) (৫) সেখ মহম্মদ। অপরাধ—মানুষকে ছুরী মারা । হাত পোড়াইয়। দিবার পর এক বৎসর জেল । ( ১৭৯৫ খ্ৰীঃ অব ) - (৬) ফ্রান্সিস রোজা ও অন্যান্য অপরাধীগণ । অপরাধ-ডাকাতি । দও- মৃত্যু ব্যবস্থা । (৭) রঘুনাথ কুমার। অপরাধ—বড় গোছের চুরী। দণ্ড—হাত পোড়াইয়া দিবার পর দুই বৎসর সশ্রম কারাবাস। ( ১৭৯৫ খ্ৰীঃ অক্স ) (৮) গঙ্গারাম মিত্র ও কাঙ্গালী । অপরাধ—হত্যা করিবার জন্য নিষ্ঠুরভাবে আক্রমণ । দণ্ডাজ্ঞা—এক বৎসর কারাগারে থাকিবে। তৎপরে পাচশো সিঙ্ক-টাকার মুচলেখা লইয়া, তিন বৎসর সদ্ব্যবহারের করারে মুক্তি দান। মুচলেখা না দিতে পারিলে আবার কারাবাস । ( ১৭৯৪ খৃঃ অব্দ ) । (৯) স্বরূপ পেশাদার, মোহন সিং, গঙ্গারাম ও রামজয় । অপরাধ— জাল-টাকা চালান। দণ্ডাজ্ঞা—৪ঠা জামুয়ারি পর্য্যন্ত অপরাধীগণ জেলে থাকিবে। তৎপরে লালবাজারে তাহীদের লইয়া গিয়া, দুই ঘণ্টাকাল দণ্ডকাষ্ঠ ( pillory )তে আবদ্ধ রাখা হইবে। তার পর ১৮ই জানুয়ারি পৰ্য্যন্ত তাহাদিগকে পুনরায় জেলে আটক রাখিয়া, বড়বাজারের দক্ষিণদিকে লইয়া গিয়া বেত্ৰাঘাত করা হইবে । এইভাবে বাজারের উত্তরদিক পৰ্য্যত্ত চাবুক লাগাইতে লাগাইতে আনা হইলে ও দুইদিন এইভাৰে চাবুক খাইলে, তাহাদের পুনরায় জেলে আটক করা হইবে। ইহাদের মধ্যে, বাহাদের দীর্ঘকাল মেয়াদের হুকুম হয় নাই—তাহাদের এক সিঙ্কা টাকা জরিমানা ও পাচ হাজার টাকার মোচলেখা লইয়া ছাড়িয়া দেওয়া হইবে। (১৭৯৫ খৃঃ অব্দ ) ।