পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՎԶԵ. কলিকাতা সেকালের ও একালের । গ্রাঙ্ক হইল। কিন্তু বেগম ইতিমধ্যে একখানি মোচলেখা ও জামিন নামা দিবেন—যেন, ১৮২৯ খ্ৰীঃ অঙ্গে বিলাত হইতে রাজার হুকুম আসিলে, তিনি তাহা গ্রহণ করিবার জন্য পুনরায় আদালতে হাজির হইবেন।” মোকৰ্দমার তারিখ–১৮২৮ খ্ৰীঃ অব ২১ এ এপ্রিল। তখনকার কালে ফাসী দেওয়া ব্যাপারটা চুপে চুপে হইত না। প্রকাশ্য স্থলে, অসংখ্য জনতার মধ্যে ফাসি হইলে লোকের মনে ভয় সঞ্চার হইবে ও এরূপ দুষ্কৰ্ম্ম লোকে আর করিবে না, এই ভাবিয়া atto “cotto èqx” (where four roads meet) wo ফঁাসি-কাষ্ঠ রচিত হইত। বেত্ৰাঘাত ব্যবস্থা, তুড়মের ব্যবস্থা–তাও প্রকাশ্য রাজপথে জনসঙ্ঘের দৃষ্টির সম্মুখে। লালবাজারে ও বড়বাজারের জনপূর্ণ স্থানে বাজারের একদিক হইতে অপর দিক পৰ্য্যস্ত ঘুরাইয়৷ ফিরাইয়া, অপরাধীকে চাবুকের দ্বারা আঘাত করা হইত। তুড়,ম-দেওয়ার ব্যবস্থাও প্রকাগু স্থানে। তা—অপরাধী এদেশীয় লোকই হউক বা সাহেবই হউক। এইরূপ দুই একটা ফাসির উদাহরণ দিয়া, আমরা আইন আদালতের কথা শেষ করিব। মহারাজ নন্দকুমারের ফঁাসি-কুলীবাজারের নিকটস্থ মাঠে হয়। ইহার পরে প্রাণদণ্ডের আসামীদের মধ্যে, অধিকাংশই মৃত্যু। পপার পর শেং-p "s" : "*" স্বাক্ষ নির্দিষ্ট বা নবগাছের ডালে ঝোলাইয়া দেওয়া হইবে । ( ১৮০২ খ্ৰী: অন্ধ ) (১৮) বৈজু মশালচী। অপরাধ- চুরী। দণ্ডাজ্ঞা-মৃত্যু। (ঐ) (১৯) পলি স্থাটী, আনন্দীরাম ইত্যাদি। অপরাধ-চক্রান্ত। দুই বৎসরের মেয়াদ ও তুড়,ম। (ঐ) (২০) রামসুন্দর সরকার। অপরাধ-মিথ্যা সাক্ষ্য। দও--সাত বৎসরের জন্য দ্বীপান্তর। (ঐ) (২১) টার জ্যাকৰ, টার পিউস। অপরাধ-মিথ্য সাক্ষ্য। অপরাধী একজন আৰ্ম্মিনিয়ান পাদরী। দগু—দুই বৎসর জেল ও.ঞ্জরিমানা এক ऐांक । (8) # (২২) ইমামবক্স গলিয়া। অপরাধ চুরী। দণ্ড-বার্বজ্জীবন দ্বীপান্তর। (২৩) টমাস নৰ্মাণ মর্গান। অপরাধ—জাল। দুই বৎসর মেয়াদ, তুড়ুম ও জরিমান এক টাকা । ( ঐ ) -- (২৪) জন ম্যাকলচিন। অপরাধ-নরহত্যা। দণ্ড-একমাস জেল ও এক টাকা জরিমানা । ( ১৮০৪ )