পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮১২ কলিকাতা সেকালের ও একালের । ও নামজাদ সাহেব ছিলেন। এতদ্ভিন্ন নীল, রেসম ও চিনির ব্যবসায় স্বারা ও দ্বারকানাথ প্রচুর বিত্তশালী হইয়াছিলেন। দ্বারকানাথ দুইবার বিলাতে গিয়াছিলেন। প্রথমবারে তিনি আমাদের মাতৃপ্রতিম ভারতেশ্বরী ভিক্টোরিয়ার নিকট যথেষ্ট সন্মানলাভ করেন। বিলাতে গিয়া তিনি আতিথ্য পরায়ণতায় ও পদোচিত ঐশ্বৰ্য্যবিকাশে এবং নানাবিধ হিতকর কার্য্যে—বিলাতের লোকের নিকট “প্রিন্স-দ্বারকানাথ” বলিয়া পরিচিত হন । বেলফাষ্ট নগরে তাহার মৃত্যু হয় । “কেম্বাল-গ্রীনে” তাহার সমাধিস্থান এখনও বর্তমান । দ্বারকানাথের বংশের যশ:প্রতিভা এখনও মলিন হয় নাই, বরং আরও সমুজলিত। ষোড়াসকোর ঠাকুরবাটা, লক্ষ্মী-সরস্বতীর লীলানিকেতন। স্বারকানাথের পুত্র, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সর্বজন পূজ্য ও সম্মানিত ছিলেন । তাহার পুত্ৰগণের মধ্যে দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, ডাক্তার রবীন্দ্রনাথ বিশেষ যশস্বী। ইহঁরা সকলেই স্বনামধন্য। বঙ্গসাহিত্য এই বংশের নিকট বড়ই ঋণী। বাঙ্গালীর "রবি-কবি” দ্বারকানাথের উপযুক্ত পৌত্র। সম্প্রতি এই কবীন্দ্রের, বীণার ঝঙ্কারের মধুরতায় সমগ্র ইউরোপ মন্ত্ৰমুগ্ধ হইয়াছে। বাঙ্গালীর মুখোজল করিয়া, বাঙ্গালীর কবি রবীন্দ্রনাথ, সুবিখ্যাত “নোবেল-প্রশষ্টজ” লাভ করিয়া, সমগ্র জগতকে স্তস্তিত করিয়াছেন । সত্যেন্দ্রনাথ—বাঙ্গালী সিভিলিয়ান কুলের উলঙ্করত্ন । তিনি বোম্বাই-প্রদেশে তাহার কৰ্ম্মময় জীবন অতিবাহিত করিয়া এখন পেন্সন লইয়া বঙ্গ-সাহিত্যালোচনা করিতেছেন। “বোম্বাই-চিত্র" র্তাহার কীৰ্ত্তিস্তম্ভ। জ্যোতিরিন্দ্র বাবুর—অশ্রুমতী, সরোজিনী প্রভৃতি কতকগুলি সুন্দর নাটক অতীত যুগের বড়ই আদরের সামগ্রী ছিল। এখনও এই প্রবীণ বয়সেও জ্যোতিরিন্দ্রনাথ বঙ্গ-সাহিত্যচর্চা ছাড়েন নাই। মহর্ষি দেবেন্দ্রনাথ, কেবল যে পুত্ৰ-গৌরবে যশস্বী, তাহা নহে । তাহার কন্য শ্ৰীমতী স্বর্ণকুমারী দেবী, বঙ্গসাহিত্যের সেবায় আজও প্রাণ সমর্পণ করিয়া আছেন। সুপ্রসিদ্ধ “ভারতী” নামক পত্রিকার সম্পাদকীয়ভার, দেবী স্বর্ণকুমারী, বহুদিন ধরিয়া বহন করিয়া, এই ভীষণ প্রতিযোগিতার দিনেও তাহাকে রক্ষা করিয়া চলিতেছেন। মহিলা উপন্যাস-লেখিকাদের মধ্যে, স্বর্ণকুমারী দেবী প্রথিতযশা । তাহার দীপনির্বাণ, ছিন্নমুকুল প্রভৃতি গ্রন্থ অতি উপাদেয়। স্বর্ণকুমারী দেবীর স্বর্গগত স্বামী, মিঃ জানকীন" ঘোষাল (মিঃ জে, ঘোষাল), কংগ্রেসের একজন নেতা ছিলেন। সর্বনি