পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 বঙ্গ ভাষার ইতিহাস । তিনি পঠদ্দশাতেই % বাসবদত্তা” কাব্য রচনা করেন। এই গ্রন্থ বিক্রমাদিত্যের সভাস্থ রত্নবর বররুচির ভাগিনেয় সুবন্ধু কর্তৃক প্রথমত ংস্কৃত ভাষায় রচিত হয়। তর্কালঙ্কার মহাশয় সেই উপাখ্যান অবলম্বন করিয়া বঙ্গভাষায় এক সুবিস্তুত কবিত্ব পরিপূরিত কাব্য প্রণয়ন করেন । গ্রন্থাবতারিকা মধ্যে লিখিত আছে যে, “এই গ্রন্থ যশোহর জেলার অন্তঃপাতি ইসফুপুর পরগণাস্থ নওয়াপাড়া গ্রাম নিবাসী কালীকান্ত রায়ের অনুমতানুসারে রচিত হয়।” ক্ষণে (১৮৭০ খৃঃঅঃ)বাসবদত্তার বয়ঃক্রম প্রায়২১ বৎসর হইয়াছে। র্তাহার পঠদ্দশায় প্রণীতদ্বিতীয় পুস্তকের নাম “রসতরঙ্গিণী” ইহাতে কতগুলি সংস্কৃত উদভট কবিতার অনুবাদ সন্নিবেশিত इद्देशt८छ् । ऐशंज्ञ ज्ञक्रम &ध१ांली दांमदमखा थপেক্ষা উত্তম, কিন্তু বর্ণিত বিষয় অত্যন্ত অশ্লীল । পিতা পুত্রে এক স্থানে পাঠ করিবার উপযুক্ত নহে। তকৰ্ণলঙ্কার মহাশয় কালেজ হইতে বহিগত হইয়া প্রথমতঃ কলিকাতা গবর্ণমেণ্ট পাঠ