পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

HIV বঙ্গ-সাহিত্য-পরিচয়। ক্ষণে ক্ষণে উঠি আমি চারি ভিতে চাই। হেন সাধ করে মনে অন্য জাতি যাই॥ শ্রাবণে সঘনে মেঘ বরিষে ঝিমলী। ক্ষণে ক্ষণে প্রকাশিত সৌদামিনী মালী ৷ ছিন্ন ভিন্ন হয়৷ ছেলী ধায় চারিভিত। চলিতে উছটি খাইয়া হই যে মূৰ্ছিত॥ ভাদ্র মাসেতে প্রভু বিদ্যুৎ ঝঙ্কার। হেন কালে ছেলী লইয়া গহন মাঝার॥ কানন মাঝারে প্রভু বঞ্চি আমি একা। গহনে ভ্রমিতে অঙ্গ খাইছে জলৌকা। আশ্বিন মাসেতে প্রভু জগৎ সুখময়। দুর্গার আনন্দ হেতু নাহি চিন্তা ভয়॥ বীণা বঁাশী বাজায় কেহ কেহ গায় গীত। সতিনীর ভয়ে আমি সদাএ চিন্তিত॥ গিরি-কুতা-মৃত মাসে শুন মোর দুঃখ। শাশুড়ী ননদী ডাকিতে সমুখ॥ উঠিয়া দাণ্ডাইতে মোর গাত্রে নাহি বল। ক্ষুধায় আকুল হৈয়া খাই বন-ফল। অগ্রহায়ণ মাসেতে প্রভু শীত পড়ে বেশ। ভাবিতে চিন্তিতে মোর তনু হৈল শেষ॥ দেশের অম্বর চাহি শীতের কারণ। ক্রোধ হয়্যা সতিনী যে মারিল তখন॥ পৌষ মাসেতে প্রভু হেমন্ত প্রবল। শীতে জড়সড় অঙ্গ অত্যন্ত বিকল॥ ওষ্ঠ অধর অঙ্গ মোর কম্পিত সঘন। হেন সাধ করে মনে পোহাই হুতাশন॥ মাঘ মাসেতে প্রভু গুরুয়া লাগে শীত। লোমে লোমে বিন্ধে শীতে শোষয়ে শোণিত॥ ক্ষৌমবাস পাতি থাকি ঘর ঢেকিশালে। রজনীর শীত মোর ছাড়ে রবির জালে ৷ ফাল্গুন মাসেতে সাজি আইল ঋতুপতি। নিজ পরিবারে লয়্যা আপন সঙ্গতি॥ ভ্রমরের গুঞ্জরণে কোকিলার নাদে। মনসিজ-শরে মোর হৃদয় দগধে॥